“কান্তারা চ্যাপ্টার ১”-এর প্রলয়কর সাফল্যের পর রিশব শেট্টি ভারতীয় চলচ্চিত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তাঁর অভিনয় নিয়ে স্বাভাবিকভাবেই তুলনা করা হচ্ছে আল্লু অর্জুনের “পুষ্পা ২”-এর জোরালো অভিনয়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেট্টির ট্রান্স দৃশ্যগুলোকে অর্জুনের আইকনিক যতারা এবং রাপ্পা রাপ্পা ফাইট সিকোয়েন্সের সঙ্গে তুলনা করা হয়।
তবে এই তুলনাগুলো তাদের শিল্পীর মূল দিকগুলোকে বোঝায় না। আল্লু অর্জুনের অভিনয় “পুষ্পা ২”-তে প্রতিটি ফ্রেমে ধারাবাহিক শরীরভঙ্গি এবং চরিত্রনির্ভর গভীরতার ওপর ভিত্তি করে, যা এক জীবনে একবার দেখা যায় এমন চরিত্রায়ন। অপরদিকে, রিশব শেট্টির অভিনয় “কান্তারা চ্যাপ্টার ১”-এ ধারাবাহিক ভঙ্গি নয়, বরং অতিপ্রাকৃত শক্তি এবং ঈশ্বরসুলভ উপস্থিতি প্রদর্শনে কেন্দ্রীভূত।
উভয় অভিনেতাই তাদের জীবনের সেরা চরিত্রে অভিনয় করেছেন, যা ভবিষ্যতের বছরগুলোতে দর্শকের মনে বেঁচে থাকবে। তাদের তুলনা করা মানে প্রতিটি অভিনয়ের স্বাতন্ত্র্য কমানো। বরং এই ভিন্ন ধরনের অভিনয়ই ভারতীয় সিনেমার গল্পকথন এবং অভিনয় দক্ষতার বৈচিত্র্য তুলে ধরে।
এমকে/টিকে