নির্বাচন বিলম্বিত হলে আবারও ফ্যাসিবাদের উৎপত্তি হবে : সালাহউদ্দিন আহমদ

নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা, বিলম্বিত এবং বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ সালাহউদ্দিন আহমদের। তিনি বলেন, ‘বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কোনো একটি আইনানুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারও নেই।’ এমনটা হলে আগামী দুই বছর বা পাঁচ বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে বলেন তিনি।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি, তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত।

জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিক; কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, আর্টিকেল ১০৬–এর দ্বারস্থ হতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি। উপদেষ্টাদের শপথ দেখেছি। আমরা সেটিকে বৈধ প্রক্রিয়া মনে করি।’

সংখ্যানুপাতিক–পদ্ধতি (পিআর) নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ যে পিআরপদ্ধতি বোঝেই না সেই পদ্ধতি কি আমরা চাইতে পারি? সুতরাং এসব কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত।’

যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে—দেশের স্বার্থ, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, তাদের বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির শীর্ষ নীতিনির্ধারক ফোরামের এই নেতা বলেন, এখন কথা উঠছে যে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়িত হয়ে যাচ্ছে বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন। সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হারুন। এতে বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিতে ৩ জন গ্রেপ্তার Oct 04, 2025
img
অল্প দিনের সরকারের সব কিছু বদলানো সম্ভব নয় : সংস্কৃতি উপদেষ্টা Oct 04, 2025
img
আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য সরকারের Oct 04, 2025
img
পাকিস্তানে সেনা অভিযানে ১৪ জনের প্রাণহানি Oct 04, 2025
img
শাকিবের নতুন চরিত্র নিয়ে মুখ খুললেন ‘সোলজার’-এর পরিচালক Oct 04, 2025
img
হাসপাতালে চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক Oct 04, 2025
img
মার্শের দাপুটে সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া Oct 04, 2025
যে কারণে চালু হচ্ছে না ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল! Oct 04, 2025
img
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : এম এ মালেক Oct 04, 2025
img
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না : রিজভী Oct 04, 2025
img
গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন: প্রধান উপদেষ্টা Oct 04, 2025
img
ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানের পর গাজায় আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের Oct 04, 2025
img
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ কাল Oct 04, 2025
img
অবশেষে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল গায়ক জুবিন গার্গের মৃত্যুর কারণ Oct 04, 2025
img
৭৫ বছর বয়সে বিয়ে করে বাসর ঘরে প্রাণ গেল বৃদ্ধের Oct 04, 2025
img
জাহ্নবী কাপুরের 'তুলসী চরিত্র সিনেমার প্রাণ' বলছেন দর্শকরা ! Oct 04, 2025
img
দ. কো‌রিয়ায় শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের যোগদান Oct 04, 2025
img
চলতি অর্থবছরে বিদেশি ঋণে আইএমএফের নতুন শর্ত, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা Oct 04, 2025
img
ডিএনসিসির উদ্যোগে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটি গঠন Oct 04, 2025
img
মাজার হলো মিলনমেলা, গণতন্ত্রের আরেক নাম মিলনমেলা : ফরহাদ মজহার Oct 04, 2025