বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: শি জিন পিং

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

ঢাকার চীনা দূতারা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

চীনা প্রেসিডেন্ট শি তার বার্তায় উল্লেখ করেছেন যে, চীন এবং বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূদৃশ্যের পরিবর্তন নির্বিশেষে, চীন এবং বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং দেশগুলোর মধ্যে উইন-উইন সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করে চলেছে। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা প্রসারিত করেছে এবং তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করেছে।

চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশের জনগণের আরও ভালোভাবে কল্যাণ হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা যায়।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, পাশাপাশি স্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি উল্লেখ করেন যে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি বৃদ্ধিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বাংলাদেশ অত্যন্ত কৃতজ্ঞ এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, দুই দেশের নেতা ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃহত্তর ফলাফল বয়ে আনবে।

একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন অর্জন তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং ৫০তম বার্ষিকীকে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধিকে উৎসাহিত করে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য সরকারের Oct 04, 2025
img
পাকিস্তানে সেনা অভিযানে ১৪ জনের প্রাণহানি Oct 04, 2025
img
শাকিবের নতুন চরিত্র নিয়ে মুখ খুললেন ‘সোলজার’-এর পরিচালক Oct 04, 2025
img
হাসপাতালে চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক Oct 04, 2025
img
মার্শের দাপুটে সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া Oct 04, 2025
যে কারণে চালু হচ্ছে না ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল! Oct 04, 2025
img
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : এম এ মালেক Oct 04, 2025
img
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না : রিজভী Oct 04, 2025
img
গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন: প্রধান উপদেষ্টা Oct 04, 2025
img
ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানের পর গাজায় আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের Oct 04, 2025
img
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ কাল Oct 04, 2025
img
অবশেষে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল গায়ক জুবিন গার্গের মৃত্যুর কারণ Oct 04, 2025
img
৭৫ বছর বয়সে বিয়ে করে বাসর ঘরে প্রাণ গেল বৃদ্ধের Oct 04, 2025
img
জাহ্নবী কাপুরের 'তুলসী চরিত্র সিনেমার প্রাণ' বলছেন দর্শকরা ! Oct 04, 2025
img
দ. কো‌রিয়ায় শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের যোগদান Oct 04, 2025
img
চলতি অর্থবছরে বিদেশি ঋণে আইএমএফের নতুন শর্ত, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা Oct 04, 2025
img
ডিএনসিসির উদ্যোগে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটি গঠন Oct 04, 2025
img
মাজার হলো মিলনমেলা, গণতন্ত্রের আরেক নাম মিলনমেলা : ফরহাদ মজহার Oct 04, 2025
img
‎চট্টগ্রামে টানেলের ভেতরে বাস উল্টে আহত কয়েকজন Oct 04, 2025
img
অক্টোবরের আকাশে উদিত হচ্ছে ‘হারভেস্ট মুন’ Oct 04, 2025