গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বপ্নের বাসর, ফুল নেব না অশ্রু নেব, কোটি টাকার কাবিন, চাচ্চুসহ একাধিক সুপারহিট সিনেমার নির্মাতা এফ আই মানিক।
দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত বলে জানা গেছে। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা খারাপ। দ্রুত অপারেশন করাতে হবে। এখানে টাকা-পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সিদ্ধান্ত।
হাসপাতাল কর্তৃপক্ষ সেটাই পাচ্ছেন না।
আজ শনিবার তার শরীরে ছোট একটি অপারেশন করার কথা রয়েছে। এজন্য তার নিকটবর্তীরা জরুরি ভিত্তিতে রক্ত দানসহ সহায়তার জন্য পোস্টও দিয়েছিলেন।
এফ আই মানিক পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সৌভাগ্য’ মুক্তি পেয়েছে ২০২১ সালে।
সিনেমাটিতে অভিনয় করেছিলেন ডিপজল।
টিকে/