উৎসবের মৌসুমে বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। প্রায় ১২ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ লাখ) প্রতারণার অভিযোগে তার মা হানি ইরানির গাড়িচালক এবং এক পেট্রল পাম্পকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর বান্দ্রা থানায় এ মামলা করেন হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া। অভিযোগে বলা হয়েছে, ফারহানের কার্ড ব্যবহার করে হানি ইরানির গাড়িতে জ্বালানি ভরার নামে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিলেন গাড়িচালক নরেশ সিং। তিনি পেট্রল পাম্পে কার্ড সোয়াইপ করতেন, কিন্তু প্রকৃতপক্ষে জ্বালানি ভরতেন না। পরে পাম্পকর্মী অরুণ সিং তাকে নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ ফিরিয়ে দিতেন।
ম্যানেজার দিয়া ভাটিয়া বলেন, রেকর্ড যাচাই করতে গিয়ে সন্দেহ হয়। দেখা যায়, মাত্র ৩৫ লিটার ধারণক্ষমতার গাড়িতে ৬২১ লিটার ডিজেল নেওয়া হয়েছে। তদন্তে আরও জানা যায়, নরেশ সিং ফারহানের তিনটি আলাদা কার্ড ব্যবহার করেছেন এবং এমন গাড়ির জন্যও পেমেন্ট করেছেন, যা সাত বছর আগে বিক্রি হয়ে গেছে।
হানি ইরানি পরে নরেশকে ডেকে জিজ্ঞেস করলে তিনি প্রতারণার কথা স্বীকার করে জানান, ২০২২ সালে ফারহানের সাবেক চালক সন্তোষ কুমারের কাছ থেকে তিনটি কার্ড পান। এরপর থেকেই তিনি এসভি রোডের একটি পাম্পে তেল না ভরেই কার্ড সোয়াইপ করতেন এবং প্রতিবার ১-১.৫ হাজার রুপি বাদ দিয়ে নগদ অর্থ পেতেন।
বান্দ্রা থানার পুলিশ জানায়, অভিযোগটি ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪১৮ (প্রতারণা) ও ৩(৫) ধারায় করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ফারহান আখতার বর্তমানে নতুন ছবি ‘১২০ বাহাদুর’-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি কান্তারা : চ্যাপ্টার ১ মুক্তির দিনে কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে এই ছবির দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এবি/টিকে