পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় গতকাল শনিবার (৪ অক্টোবর) টানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃষ্টির কারণে দার্জিলিংয়ের শিলিগুড়ি ও মিরিকের সংযোগস্থল ধুদিয়া সেতু বালাসন নদীর উপর ভেঙে পড়ে। এটি একটি লোহার সেতু ছিল।
এ ছাড়া আরো কিছু এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই দুর্যোগের ফলে হিমালয় রাজ্য সিকিমের সাথে দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিরিকের দারা গাঁও এলাকায় ভূমিধসের সময় একটি বাড়িতে ঘুমিয়ে থাকা একই পরিবারের চারজন সদস্য মারা যান। তারা শালবাড়ি থেকে এসেছিলেন গোর্খাদের দশমী উৎসব উদ্যাপন করতে।
ভারতীয় আবহাওয়া দপ্তর দার্জিলিংসহ উত্তরবঙ্গের কিছু জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ‘দার্জিলিং ও কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং-এর টাইগার হিল ও রক গার্ডেন সহ পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য এলাকা যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। যার ফলে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
টিজে/টিকে