ভারত থেকে ৬৫ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনি ও রবিবার এসব মরিচ আমদানি করা হয়।
বন্দর সূত্র জানিয়েছে, টানা ৮ দিন পূজার বন্ধের পর শনিবার (৪ অক্টোবর) ১০ ট্রাকে ৩০ টন কাঁচা মরিচ, ১২ ট্রাকে ৫২১ টন চালসহ ২১৩ ট্রাক পণ্য প্রবেশ করে। এরপর আজ রবিবার ২৩৮ ট্রাক ভারতীয় পণ্য আমদানি হয়েছে।
এর মধ্যে রয়েছে ৬ ট্রাকে ৩৫ টন কাঁচা মরিচ, ৫ ট্রাকে ২০০ টন চালসহ বিভিন্ন পণ্য।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরপর দুদিনে বন্দরে ১৬ ট্রাকে ৬৫ টন কাঁচা মরিচ ও ১৭ ট্রাকে ৭২১ টন চাল ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিস সচিব একরামুল হক বলেন, পূজার টানা ছুটি শেষে বন্দরে আমদানি পণ্যবাহী গাড়ির সংখ্যা বাড়ছে।
কাঁচা মরিচ আমদানি শনিবারের চেয়ে আজ রবিবার বেশি হয়েছে।
এদিকে স্থানীয় খুচরা বাজারে কাঁচা মরিচ অন্তত ২৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
এবি/টিকে