সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর নির্বাচন করার মতো ছয়টি পদ্ধতি রয়েছে। সব রাজনৈতিক দল একমত হতে পারলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, কালো টাকার প্রভাব থাকবে না। একমাত্র পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ও জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে।

সোমবার (০৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ : শহীদ আবরার ফাহাদ দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ আবরার ফাহাদের স্মৃতিচারণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার সব সময় নামাজের জন্য শিক্ষার্থীদের ডাকতেন। তার চলাফেরা দেখে ছাত্রলীগের খুনিরা তাকে শিবির সন্দেহে নির্মমভাবে হত্যা করেছে। মৃত্যুর আগে আবরার পানি চেয়েছিল, খুনিরা পানি পর্যন্ত দেয়নি। পুরান ঢাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎকেও প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আবরার ভারতের সাথে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ চুক্তির প্রতিবাদে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল; তার জন্যই বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার আজ নির্মম গণহত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবরার ফাহাদ আমাদের জন্য প্রেরণা। দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে আবরার ফাহাদ কখনো মেনে নিতে পারেনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। এ সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি হবে, যেখানে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট কিংবা হাসিনার জন্ম হবে না।

জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেল বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে, কোনো আধিপত্যবাদী শক্তি যেন সেই ঐক্যের পথে বাধা সৃষ্টি না করতে পারে। পাশাপাশি ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে ও ন্যায্যতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আজ থেকে ছয় বছর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। ভারতের সাথে পতিত শেখ হাসিনার গোলামী চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছিল আবরারের অপরাধ! তার অপরাধ ছিল- তিনি নামাজের জন্য শিক্ষার্থীদের ডাকতেন, ইসলামের পক্ষে ডাকতেন- সেজন্যই শেখ হাসিনার নির্দেশে ভারতকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছিল। আবরার আমাদের শিখিয়ে দিয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদের কাছে এ দেশের ছাত্র-জনতা মাথানত করে না।

জাগপার প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, হাজি মো. হাসমত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ’ Oct 06, 2025
‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ’ Oct 06, 2025
ডলারের দুর্বলতায় শক্তিশালী বিটকয়েন, বাজারে নতুন রেকর্ড Oct 06, 2025
সৌদি আরবের নতুন সিদ্ধান্তে সহজ হলো ওমরাহ Oct 06, 2025
img
হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার Oct 06, 2025
ঢাকায় অবিশ্বাস্য দৃশ্য! গ্রামজুড়ে ২৪ ঘন্টা বিনামূল্যে বিশুদ্ধ পানি Oct 06, 2025
বাংলাদেশীদের ভ্রমণে এবার নতুন নিয়ম চালু করলো ভারত Oct 06, 2025
img
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বকে গ্রহণ করতে অনুমতি চায় আইসেসকো Oct 06, 2025
img
নাহিদ ইসলামরা যে ভুল করেছেন তার খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে : রাশেদ খান Oct 06, 2025
img
নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক Oct 06, 2025
img
আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: সিইসি Oct 06, 2025
img
উপদেষ্টাদের ‌‘সেফ এক্সিট’ নিয়ে শারমিন এস মুরশিদের মন্তব্য Oct 06, 2025
img
আবু সাঈদ মামলায় ফের সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর Oct 06, 2025
img
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার Oct 06, 2025
img
এখনো আমার মা অপেক্ষা করে : চঞ্চল চৌধুরী Oct 06, 2025
img
প্রবাসী ভোটারদের জন্য ১০ লাখ ব্যালট ছাপাবে নির্বাচন কমিশন Oct 06, 2025
img
রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার Oct 06, 2025
img
আ.লীগ নেতার জামিন ইস্যুতে অফিস-আদালতের কার্যক্রম ৩ ঘণ্টা বন্ধ Oct 06, 2025
img
ব্রিটিশ প্রতিনিধি দলকে জামায়াতের ৫ প্রস্তাব Oct 06, 2025
img
পন্টিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে রিশাদ Oct 06, 2025