বিশ্ববাজারে ফের লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬ দশমিক ১৯ ডলারে, যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৯৬৯ দশমিক ৯১ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৬ দশমিক ৩০ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ক্রমবর্ধমান প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।

ম্যারেক্স বিশ্লেষক এডওয়ার্ড মেইর বলেন, ‘ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের উৎপাদন বৃদ্ধি এবং চলমান মার্কিন সরকারি অচলাবস্থা- সব মিলিয়ে স্বর্ণের দাম বাড়ছে।’

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন, যা দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। মার্কিন সরকারের অচলাবস্থা এরমধ্যেই ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং হোয়াইট হাউস ফেডারেল কর্মীদের চাকরি ছাঁটাইয়ের হুমকি দিয়েছে।

এছাড়া ফেডের সুদের হার কমানোর আশা, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ডলারের দুর্বলতার কারণে এ বছর স্বর্ণের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মার্চে প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম ৩ হাজার ডলার অতিক্রম করেছিল, এবং সেপ্টেম্বরের শেষের দিকে তা ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছায়। মেইর আরও বলেন, ‘এখন আমরা ৪ হাজার ডলার প্রতি আউন্সের কাছাকাছি। কিছু তহবিল হয়ত এই লক্ষ্য পূরণের জন্য দামকে আরও বাড়াচ্ছে।’

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'জাপানের এলডিপি নির্বাচনের পর ইয়েনের দুর্বলতা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। ফলে অনেকেই নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। অন্যদিকে মার্কিন সরকারের অচলাবস্থা দেশটির অর্থনীতি ও জিডিপি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এই অবস্থায় স্বর্ণ এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ।'

ওয়াটারার আরও বলেন, 'ফেড যদি চলতি মাসে আবার সুদের হার কমায়, তাহলে স্বর্ণের চাহিদা আরও বাড়বে। কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে লাভজনক বিনিয়োগে পরিণত হয়।'

কম সুদের হারের পরিবেশ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। বিনিয়োগকারীরা আশা করছেন, এই মাসে ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে, এবং ডিসেম্বরে আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা রয়েছে। এ কারণেই স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। ইউবিএস জানিয়েছে, সোনার দাম বাড়ার কারণগুলো মৌলিক ও বাজারের গতির দুইদিকেই রয়েছে। আশা করা যাচ্ছে বছরের শেষ নাগাদ দাম ৪ হাজার ২০০ ডলার প্রতি আউন্স পর্যন্ত যেতে পারে।’

এছাড়া অন্যান্য ধাতুও দামের ঊর্ধ্বগতি দেখাচ্ছে। স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ হাজার ৬৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৬ দশমিক ৭৫ ডলার, এবং প্যালাডিয়াম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৫ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক Oct 07, 2025
img
বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে : তারেক রহমান Oct 07, 2025
img
স্ত্রী-প্রেমিকার সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না সাইফ আলি খান Oct 07, 2025
img
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু Oct 07, 2025
img
জাতীয় টাস্কফোর্স গঠন করা হলো কর ব্যবস্থার সংস্কার ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে Oct 07, 2025
img
নতুন সংবিধান চূড়ান্ত হলেই পদত্যাগ করতে হবে বোর্ড কর্তাদের! Oct 07, 2025
img
এনসিপির অহমিকা দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নুর Oct 07, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না Oct 07, 2025
img
গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠালো নেতানিয়াহুর দেশ Oct 07, 2025
img
আজ বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ে চতুর্থ দফার বৈঠ‌ক Oct 07, 2025
img
আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক: তারেক রহমান Oct 07, 2025
img
অক্টোবরে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা Oct 07, 2025
img
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা: ট্রাইব্যুনালে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Oct 07, 2025
img
দেশের সকল শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী আজ Oct 07, 2025
img

জামায়াত আমিরের সঙ্গে তুরস্ক ও কসোভো দূতদের সাক্ষাৎ

নির্বাচনসহ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা Oct 07, 2025
img
বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে Oct 07, 2025
img
ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুললেন পুতিন Oct 07, 2025
img
আ.লীগ নেতার জামিনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল Oct 07, 2025
img
বিসিবির সহ-সভাপতি হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফারুকের Oct 07, 2025
img
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর, এখনও কার্যকর হয়নি রায় Oct 07, 2025