শাপলা প্রতীক পেতে অনড় এনসিপি, ইসিকে দেখালো ৭ নমুনা ছবি

শাপলা প্রতীক পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) আবারও চিঠি দিয়েছে দলটি। এবার জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছে দলটি। 

এনসিপি তাদের জবাবে বলেছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এবং এটি ব্যতীত ইসির দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা তাদের পক্ষে সম্ভব নয়।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশনের গঠিত কমিটি ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। তালিকায় ‘শাপলা’ প্রতীক রয়েছে বলে এনসিপিকে আশ্বস্ত করেন কমিটির একজন সদস্য। এ সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়।

৩ আগস্ট শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় এনসিপি। এছাড়া শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন গ্রহণ করার ক্ষেত্রে এনসিপি সবসময় আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির পরবর্তী বৈঠকে প্রতীক হিসাবে শাপলাকে দৃশ্যমান করার ক্ষেত্রে জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়। চিঠিতে শাপলার ভিন্ন ভিন্ন সাতটি নমুনা ছবি তুলে ধরে এনসিপি। এসব নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও প্রস্তুত রয়েছে দলটি।

পরবর্তীতে বিগত ২৪ সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনক্রমে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে দলের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়টি উল্লেখ করে চিঠি দেয়। কিন্তু দুটি চিঠির বিষয়ে নির্বাচন কমিশন অদ্যাবধি কোনো সিদ্ধান্ত নেয়নি। ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চিঠি পাঠিয়ে প্রতীক ভিন্ন ছবির তালিকা দেয়। চিঠিতে আরো উল্লেখ করা হয়, এনসিপি মনে করে গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রীক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নাই, ফলশ্রুতিতে শাপলা ব্যতীত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বেধে দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।  

আগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ সারাদেশের ১০১ জন বিজ্ঞ আইনজীবী শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই বলে বিবৃতি দিয়েছেন। সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টেলিভিশনে প্রদত্ত এক সাক্ষাৎকারে স্পষ্ট করে উল্লেখ করেন, শাপলা প্রতীক এনসিপিকে না দেওয়াটা খুব বেশি আইনের জটিলতা বলে আমি মনে করি না। এটা দেয়া যেতেই পারে। দেয়নি বলে ভবিষ্যতেও দেয়া যাবে না, এমনটি আমি মনে করি না।


ইউটি/টিকে






Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতারণা মামলার জিজ্ঞাসাবাদে শিল্পা শেট্টি Oct 07, 2025
img
গণভোটে জনগণ ‘জুলাই সনদের’ বিপক্ষে ভোট দিলে জামায়াতের আপত্তি নেই Oct 07, 2025
img
সেপ্টেম্বর মাসে ডিএমপির তৎপরতায় গ্রেপ্তার ৩৮৮১ Oct 07, 2025
img
আফগানদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ Oct 07, 2025
img
১৯৮০-এর দশকের গ্রাম সেটে রাম চরণের চমক Oct 07, 2025
img
পুঁজিবাজারে বড় দরপতন, একদিনে বাজার মূলধন কমলো ৭ হাজার কোটি টাকা Oct 07, 2025
img
আগ্রাসনবিরোধী স্তম্ভ নির্মাণে ব্যয় ৩৯,৫৯০০০ টাকা : আসিফ মাহমুদ Oct 07, 2025
img
ড. ইউনূস নতুন দুই টিভির লাইসেন্স দিয়ে হাসিনার দৃষ্টান্ত অনুসরণ করলেন: মোস্তফা ফিরোজ Oct 07, 2025
img
ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ Oct 07, 2025
img
চলচ্চিত্রের সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের প্রতীক হয়ে আসছেন শাকিব Oct 07, 2025
img
থাম্মা ছবিতে প্রেম, হাস্যরস ও থ্রিলের মিশ্রণ Oct 07, 2025
img
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জার্মান দূতের উচ্চপর্যায়ের বৈঠক Oct 07, 2025
img
মুখে মুখে প্রশংসা, প্রযুক্তিগত ত্রুটি কমানোর দাবি দর্শকদের Oct 07, 2025
img
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের প্রতিশ্রুতি তারেক রহমানের Oct 07, 2025
img
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশ যাত্রায় বাধা Oct 07, 2025
img
অতীত প্রেমের গুঞ্জন আবারও আলোচনায় Oct 07, 2025
img
হাসিনাকে ফিরিয়ে আনার মাস্টারমাইন্ড নিয়ে মন্তব্য রনির Oct 07, 2025
img
আ. লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদী Oct 07, 2025
img
জনের সঙ্গে ফের যৌথ প্রয়াস অরুণের Oct 07, 2025
img
আমের পর এবার কমলালেবু কাণ্ডে জড়ালেন অক্ষয় কুমার Oct 07, 2025