বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন রেকর্ড গড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম এবার ছাড়িয়েছে ৪ হাজার ডলার।
মঙ্গলবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে- মার্কিন স্বর্ণের ফিউচার প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। স্পট মার্কেটেও স্বর্ণের দাম কাছাকাছি রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৯% বেড়ে প্রতি আউন্স ৪,০০৯.৯০ ডলারে পৌঁছেছে, যা স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে ৪,০১১.৩০ ডলারে পৌঁছেছিল। স্পট গোল্ড ০.৭% বেড়ে প্রতি আউন্স ৩,৯৮৬.২৯ ডলারে পৌঁছেছে, যা সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৩,৯৮৮.৫৯ ডলারে পৌঁছেছিল।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন সরকারের অচলাবস্থা আর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে চলেছে।
জানার মেটাল্সের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ‘সরকারের অচলাবস্থার কারণে এবং নিকট ভবিষ্যতে সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় নিরাপদ আশ্রয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। তাই এখনো স্বর্ণের বেশ ভালো চাহিদা রয়েছে।’
অনিশ্চয়তার সময় এবং কম সুদের হারের পরিবেশে ভালো কাজে দেয় অ-লাভজনক স্বর্ণ। এ কারণে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে এ ধাতু। চলতি বছর এখন পর্যন্ত এর মূল্য ৫১ শতাংশ বেড়েছে। বিভিন্ন কারণে এ মূল্যবান ধাতুর দাম বেড়ে থাকে- যার মধ্যে রয়েছে সুদের হার কমানোর প্রত্যাশা, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, স্বর্ণের এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা বৃদ্ধি এবং ডলারের দুর্বলতা।
এদিকে যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। মঙ্গলবার সপ্তম দিনে প্রবেশ করেছে মার্কিন সরকারের শাটডাউন কার্যক্রম।
এ কারণে মূল অর্থনৈতিক সূচকগুলোর প্রকাশ স্থগিত রয়েছে। এতে বিনিয়োগকারীদের ফেডের সুদের হার কমানোর সময় এবং পরিমাণ অনুমান করতে সেকেন্ডারি, অ-সরকারি ডেটার উপর নির্ভর করতে হচ্ছে।
অন্যদিকে স্পট সিলভার ছাড়া অন্য মূল্যবান ধাতুগুলোর দামেও দেখা গেছে ঊর্ধ্বগতি। মঙ্গলবার স্পট সিলভার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮.১০ ডলারে, প্লাটিনাম ০.৫ শতাংশ বেড়ে ১,৬৩৩.৯০ ডলারে এবং প্যালাডিয়াম ৩.২ শতাংশ বেড়ে ১,৩৬১.৩৭ ডলারে পৌঁছেছে।
এমআর/টিকে