বিনিয়োগে স্থবিরতা, অর্থনীতি বড় ধাক্কা

ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪.২ শতাংশ থেকে নেমে ৪ শতাংশে এসেছে যা গত এক দশকের মধ্যে অন্যতম নিম্নস্তর।

প্রতিবেদনে বলা হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ঋণ সংকট, ব্যাংক খাতের অস্থিরতা ও বিনিয়োগে অনীহা অর্থনীতির গতি মন্থর করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এই সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমে যায়।

বিশ্বব্যাংক বলছে, উচ্চ সুদের হার ও অনিশ্চিত মুদ্রানীতি ব্যবসায়ীদের ঝুঁকি নিতে নিরুৎসাহ করেছে। এর ফলে বিনিয়োগ স্থবিরতা সার্বিক প্রবৃদ্ধিকে টেনে নামিয়েছে।

তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। রপ্তানি আয় বেড়েছে ৮.৮ শতাংশ, বিশেষ করে তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক ও কৃষিপণ্যে। একই সময়ে প্রবাস আয় ২৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ইতিহাসের অন্যতম উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা অর্থনীতিকে আংশিকভাবে স্থিতিশীল রেখেছে।

কৃষি খাত কিছুটা ঘুরে দাঁড়ালেও শিল্প, নির্মাণ ও সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে। কর্মসংস্থানে প্রভাব পড়েছে ব্যাপকভাবে— শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০.৯ থেকে নেমে ৫৮.৯ শতাংশে এসেছে; বেকারত্ব বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংক খাতের দুর্বলতাও প্রবল হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ২৪.১ শতাংশে, যা দক্ষিণ এশিয়ার গড়ের তিন গুণ। মূলধন-ঝুঁকি অনুপাত কমে দাঁড়িয়েছে ৬.৩ শতাংশে। সরকার ইতিমধ্যে ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ’ জারি করে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে।

বহিঃখাতে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধির ফলে আট বছর পর প্রথমবার চলতি হিসাব উদ্বৃত্তে এসেছে ১৪৯ মিলিয়ন ডলার। তবে যন্ত্রপাতি ও মূলধনী পণ্য আমদানি কমে যাওয়ায় ভবিষ্যৎ বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রাজস্ব খাতেও চাপ স্পষ্ট। কর আদায় জিডিপির অনুপাতে ৬.৮ শতাংশে নেমে এসেছে, অন্যদিকে ভর্তুকি ও সুদের ব্যয় বেড়ে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে জিডিপির ৪.৭ শতাংশে।

অন্তর্বর্তী সরকার কর সংস্কার ও অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মতো পদক্ষেপ নিলেও সরকারি ঋণ বাড়ছে। বর্তমানে এর ৩৭ শতাংশ দেশীয় ব্যাংক খাতনির্ভর, এবং ২০২৭ সালের মধ্যে ঋণের অনুপাত জিডিপির ৪১.৭ শতাংশে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাংক আশা করছে, ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা ঘুরে দাঁড়াবে প্রায় ৪.৮ শতাংশে পৌঁছতে পারে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের দুর্বলতা ও সংস্কার বিলম্বই বিনিয়োগ পুনরুদ্ধারের বড় বাধা হয়ে থাকবে।

সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক জ্যাঁ পেসমে বলেন,

“বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিস্থাপকতা দেখিয়েছে, কিন্তু এটিকে স্বাভাবিক ধরে নেওয়া যাবে না। প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে কর আদায় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, জ্বালানি ভর্তুকি হ্রাস ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন জরুরি।”

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এবার ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ আখ্যা দিলেন থুনবার্গ Oct 08, 2025
img
আটক ফ্রিডম ফ্লোটিলার যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেয়া হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় Oct 08, 2025
img
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার Oct 08, 2025
img
‘জীবন মানেই যন্ত্রণা’ গানের গীতিকার সালামের অর্থাভাবে হচ্ছে না সুচিকিৎসা Oct 08, 2025
img
নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ: আমীর খসরু Oct 08, 2025
img
ইলিশ সংরক্ষণ অ‌ভিযানে রাজবাড়ীতে আটক ১২ জেলে Oct 08, 2025
img
স্ত্রীর চিৎকারে ভেবেছিলাম ভালুক, পরে শুনলাম নোবেল জিতেছি : ফ্রেড র‌্যামসডেল Oct 08, 2025
img
পদত্যাগে বাধ্য করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের Oct 08, 2025
img
যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ Oct 08, 2025
img
২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩০৭ কোটি টাকা Oct 08, 2025
img
বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Oct 08, 2025
img
মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে বিপাকে পড়লেন সরকারের উপদেষ্টা Oct 08, 2025
img
শাকিবের কণ্ঠে নতুন গান Oct 08, 2025
নূহ আঃ এর ব্যাপারে যে অভিযোগ করা হয়েছিল | ইসলামিক জ্ঞান Oct 08, 2025
রাজনৈতিক পরিচয় নয়, রাষ্ট্রীয় মর্যাদা চান শিল্পীদের জন্য জয় Oct 08, 2025
আবরার ফাহাদকে নিয়ে যা বললেন ছাত্রদল নেতা! Oct 08, 2025
img

মানবতাবিরোধী অপরাধ

হাসিনা-তারিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ Oct 08, 2025
img
জুবিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন! Oct 08, 2025
img
চুয়াডাঙ্গায় স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে, প্রতিদিন গড়ে ১৫০ রোগী আক্রান্ত Oct 08, 2025
img
সরকার নয়, শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে: শ্রম উপদেষ্টা Oct 08, 2025