পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদফতরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে বিপুর পরিমাণ জালসহ ১০ জন জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজের নেতৃত্বে অভিযান চালায় মৎস্য অধিদফতর ও পুলিশের একটি দল।
আজ সকাল ৯টার দিকে সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) সোহাগ মিলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসাথে, দুই জেলেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় বিপুল পরিমাণে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, মো. লিখন (২১), রফিক মোল্লা (৩০), রাসেল মোল্লা (৩৭), শফিক মোল্লা (২৪), রহমান মোল্লা (৪০), আব্দুর রব (৫১), শফিকুল ইসলাম (২০), মো. মিজান (২২)।
অপরদিকে, আটক জেলে জলিল গাজী (৫৫) ও ইউসুফ বেপারীকে (৩৮) অর্থদণ্ড দেয়া হয়। এসব জেলেরা পটুয়াখালীর বাউফল, বরিশালের বাকেরগঞ্জ ও ভোলার বাসিন্দা বলে জানায় কর্তৃপক্ষ।
এমকে/টিকে