এনসিপির আহ্ববায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি তার দেওয়া বক্তব্যে বলেছেন, কিছু উপদেষ্টা তাদের সরলতা, বিশ্বাস ও ভালোবাসার সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। তাদের সেই প্রতারণা শুধু দলকেই ক্ষতি করেনি, ব্যক্তি হিসেবেও অনেককে চরমভাবে বিপর্যস্ত করেছে। নাহিদের ভাষায়, এই প্রতারক উপদেষ্টারা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তিনি বলেছেন, সময় হলে প্রতারকদের মুখোশ খুলে দেওয়া হবে এবং তথ্য-প্রমাণসহ তাদের নাম প্রকাশ করা হবে।
এ প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন সম্ভাবনাময় তরুণদের কেউ সঠিক পরামর্শ দেয়নি? কেন ভালো নেতৃত্বের অভাবে তারা এই অবস্থায় পড়ল? তিনি দাবি করেন, নাহিদরা এমন সব উপদেষ্টার খপ্পরে পড়েছিলেন, যারা চরিত্রহীন, ব্যক্তিগত জীবনে ব্যর্থ ও দুর্নীতিতে নিমজ্জিত।
গোলাম মাওলা রনি আরো বলেন, ‘তরুণ নেতারা অনেক সময় সরল বিশ্বাসে সিদ্ধান্ত নেন, কিন্তু অভিজ্ঞতা না থাকায় প্রতারিত হন। তাই এখন সময় এসেছে, সত্য প্রকাশ করার।
নাহিদ, সারজিস, হাসনাতদের উচিত ৪৮ ঘণ্টার মধ্যে সত্য কথা জাতির সামনে তুলে ধরা। কারা প্রতারণা করেছে, কারা দলের ক্ষতি করেছে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ভুল না করে।’
তিনি বলেন, ‘গত ১৪ মাসে যা ঘটেছে, তার দায় এড়ানোর সুযোগ নেই। সময় এসেছে সবকিছু সামনে আনার।
নাহিদরা এখনো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, মিডিয়ায় জায়গা পাচ্ছেন। কাজেই সুযোগটা কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘পরিণতি যাই হোক, এখনো সময় আছে মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার। তাই সাহস করে সত্যটা বলুন, দেশের উপকার করুন, প্রতারকদের মুখোশ খুলে দিন।’
ইএ/টিকে