পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী বছর রমজানের পর এপ্রিল ও মে মাসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আয়োজনের পরিকল্পনা করছে। বোর্ডের পরিকল্পনায় এবার যুক্ত হতে পারে আরো দুইটি নতুন দল।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পিসিবির এখনো আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তাছাড়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধও এখনো রয়ে গেছে।
আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই রমজানের পর এপ্রিল-মেতে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তাভাবনা করছে বোর্ড।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
অন্যদিকে, আইপিএলের পরবর্তী আসর শুরু হবে ১৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। ফলে এবারও দুইটি জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের সময়সূচি একে অপরের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে।
এবি/টিকে