এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে সাইফ হাসানের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই টপ অর্ডার ব্যাটারকে। এশিয়া কাপে চোখ ধাঁধানো ক্রিকেট খেলেছেন, যার ধারাবাহিকতা ধরে রেখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজের দলেও। সাইফ দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন র্যাঙ্কিংয়েও। টি-টোয়েন্টিতে দেশের সেরা ব্যাটার এখন এই ২৬ বছর বয়সীই।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাইফ হাসানের উত্থান এই সপ্তাহেও জারি আছে। বুধবার (৮ অক্টোবর) হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আরও ১৭ ধাপ এগিয়েছেন সাইফ। ক্যারিয়ারসেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই ডানহাতি। দীর্ঘদিন বাদে বাংলাদেশের কোনো ব্যাটার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ২০–এ জায়গা করে নিলো।
মাত্র ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ৬০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন সাইফ। তার আগে সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ ও তাওহীদ হৃদয় এই কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড সাব্বির রহমানের। ২০১৭ সালে ৬৭৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির।
এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ৬১ ও ৬৯ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে তেমন কিছু করতে না পারলেও শেষ ম্যচে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন এই ডানহাতি।
সাইফ বাদে বাংলাদেশের আর কেউ নেই সেরা ২০–এ। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে ওঠা তানজিদ তামিম আছেন সাইফের পরেই। ২ ধাপ করে পিছিয়ে ৪৩ ও ৪৬–এ নেমে গেছেন লিটন ও হৃদয়। তবে, বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ১৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠেছেন এই বাঁহাতি।
আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করা জাকের আলী ৩ ধাপ পিছিয়ে ৬২ নম্বরে নেমে গেছেন। ৫ ধাপ পিছিয়ে ৯৩ নম্বরে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ উন্নতি হওয়া শামীম পাটোয়ারী ৯১ নম্বরে। ব্যাটারদের সেরা ১০০–এর তালিকায় নেই আর কোনো বাংলাদেশি।
ব্যাটারদের মধ্যে সাইফ যেমন উন্নতি করেছেন, বোলারদের বেলায় তা নাসুম আহমেদ করেছেন। আফগানিস্তান সিরিজে দারুণ বোলিং করা নাসুম ৮৭ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন। ২১ ধাপ উন্নতি করা শরিফুল ইসলাম ৪৯ নম্বরে। তানজিম হাসান সাকিবও ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। তবে, পিছিয়েছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ, আছেন যথাক্রমে ২৪, ২৫ ও ৩৭ নম্বরে। অবস্থান অপরিবর্তিত মস্তাফিজুর রহমানের, আগের মতোই ১২ নম্বরে আছেন তিনি।
এবি/টিকে