গাজা শান্তি আলোচনায় মিসরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার বুধবার মিসরে ইসরায়েলি ও হামাসের মধ্যকার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় যোগ দেবেন।

একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা কোনো বাস্তব ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ইতিবাচক সুরে বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা রয়েছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার অগ্রগতির বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইসরায়েলিদের উদ্দেশে বলেন, “আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দিন পার করছি।”

তিনি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “আমাদের যুদ্ধ লক্ষ্য অর্জনে আমরা কাজ চালিয়ে যাব—সব অপহৃতদের ফিরিয়ে আনা, হামাস শাসনের অবসান এবং গাজা যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা।”

একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, উইটকফ ও কুশনার মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে বুধবার মিশরে পৌঁছাবেন।

রয়টার্সকে এক কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিও আলোচনায় যোগ দেবেন।

ওই কর্মকর্তা বলেন, আল থানির উপস্থিতি “গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা ও জিম্মি বিনিময় চুক্তি এগিয়ে নিতে” সহায়ক হবে।

তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও আলোচনায় যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা (স্থানীয় সময়) থেকে নতুন একটি পর্ব শুরু হয়। তিনি আরও বলেন, সকালে হওয়া বৈঠকটি তেমন কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। মূলত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সংক্রান্ত মানচিত্র এবং প্রথম ধাপের পর ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু না করে—এ বিষয়ে হামাস যে নিশ্চয়তা চায়, তা নিয়েই মতবিরোধ তৈরি হয়েছে।

তিনি বলেন, “আলোচনাগুলো কঠিন, এবং এখনো পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি”, তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের ব্যবধান কমাতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “সবার চুক্তি মেনে চলা নিশ্চিত করতে আমরা সবকিছু করব।”

এর আগে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, আলোচনায় পাঁচটি প্রধান বিষয়কে কেন্দ্র করা হয়েছে: স্থায়ী যুদ্ধবিরতি; হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার; মানবিক সহায়তার ব্যবস্থাপনা; এবং যুদ্ধ-পরবর্তী গাজা শাসনব্যবস্থা।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া, যাকে গত মাসে কাতারের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলার লক্ষ্য করা হয়েছিল, মিশরের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ আল কাহেরা নিউজ টিভিকে বলেন, তাদের পক্ষ থেকে “গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল আলোচনায়” অংশ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, হামাস একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হবে এবং পুনরায় শুরু হবে না—এ বিষয়ে ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের “বাস্তব নিশ্চয়তা” প্রয়োজন।

হামাসের আরেক সিনিয়র নেতা ফাওজি বারহুম বলেন, “আমাদের আলোচকরা এমন একটি চুক্তি অর্জনের জন্য কাজ করছেন যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সব প্রতিবন্ধকতা দূর করবে।”

ট্রাম্প আরও বলেন, শান্তির সম্ভাবনা কেবল গাজা পরিস্থিতির বাইরেও প্রসারিত হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই জিম্মিদের তাৎক্ষণিক মুক্তি।”

সূত্র: বিবিসি

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

যেভাবে সিরাত পড়লে উপকৃত হবেন Oct 08, 2025
ভবিষ্যতে আর সন্তান নেওয়ার পরিকল্পনা নেই, ঘোষণা আমিনার Oct 08, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার জন্য ১২ কর্মকর্তার রদবদল! Oct 08, 2025
চাকসুতে ছাত্রশিবির প্যানেলের ৩৩ ইশতেহারের ঘোষণা Oct 08, 2025
img
আরবাজ পত্মী জানান নতুন সন্তানের নাম, লিখলেন ‘আলহামদুলিল্লাহ’ Oct 08, 2025
সাংবাদিকের যে প্রশ্ন আবার বলতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা! Oct 08, 2025
ভিন্ন উদ্যোগে ছাত্রদল: শিশুদের নামাজে উৎসাহ চকলেট দিয়ে Oct 08, 2025
জয়ী হলে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি ছাত্রদল ভিপি প্রার্থীর Oct 08, 2025
২২ দিনের নিষেধাজ্ঞায় থমকে জেলেপল্লি, নদীতে ফেরার অপেক্ষায় জেলেরা Oct 08, 2025
img
আসিফ নজরুলকে নিয়ে রাশেদের আবেগঘন পোস্ট Oct 08, 2025
img
স্বৈরাচারের আতঙ্কের নাম ছিলেন তারেক রহমান : পুতুল Oct 08, 2025
img
বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ Oct 08, 2025
img
হৃদয়-মিরাজের ফিফটির পরেও ২২১ রানে অলআউট বাংলাদেশ Oct 08, 2025
img
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের সাক্ষাৎ Oct 08, 2025
img
পরিচয় মিলেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশির Oct 08, 2025
img
আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা Oct 08, 2025
img
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য একান্ত ব্যক্তিগত : বিএনপি Oct 08, 2025
img
ব্যবসায়ীদের থেকে জোর করে ট্যাক্স নেওয়া যাবে না : এনবিআর চেয়ারম্যান Oct 08, 2025
img
জুলাই সনদের বিষয়ে দলগুলো সিদ্ধান্তে আসতে না পারায় হতাশ রাশেদ খান Oct 08, 2025
img
দুদিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের Oct 08, 2025