নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে নয়জন জেলেকে গ্রেপ্তার করেছে মৎস্য বিভাগ।
এ ছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।
মঙ্গলবার রাতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।
তিনি বলেন, মধ্যরাতে দৌলতদিয়া নৌ-পুলিশের নেতৃত্বে পদ্মার গোয়ালন্দের অংশে অভিযান চালানো হয়। এ সময় নয় জেলেকে আটকসহ ছয় হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান মাহাবুব উল হক।
আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।
টিজে/টিকে