ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে নিয়ে কথা বলতে গিয়ে বারবার আবেগী হয়ে উঠেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ধনশ্রী ভার্মা। সাবেক স্বামী খারাপ কাজ করছেন দেখেও তিনি পাশে ছিলেন বলে জানান। কিন্তু শেষ পর্যন্ত কথা শুনতে হয়েছে তাকেই। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে এমন দাবি করেন ধনশ্রী।
অনুষ্ঠানে সাবেক স্বামী চাহাল সম্পর্কে অভিনেত্রী বলেন, চাহালের সঙ্গে তার বিয়ে কিছুটা সম্পর্ক করে, আবার কিছুটা প্রেম করে হয়েছিল। তিনি বলেন, প্রেম ও সম্বন্ধ দুটোই বলা যায়। আসলে ও নিজেদের মধ্যে মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল। আমার পরিকল্পনা অবশ্য এমন ছিল না।
ধনশ্রী বলেন, আমাকে যে পরিমাণ ভালোবাসা দেওয়া হয়েছিল, তার জন্যই আমি রাজি হয়েছিলাম। আগস্টে আমরা বাগদান সেরেছিলাম। ডিসেম্বরে আমরা বেড়াতে যাই। আমরা একসঙ্গেই ছিলাম। তখন থেকেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। আসলে মানুষ যখন কিছু চায়, আর তার পরে যখন সেটি পেয়ে যায়— এ দুই অবস্থার মধ্যে কিছু পার্থক্য থাকে।
অভিনেত্রী বলেন, ওর মধ্যে পরিবর্তন দেখেও আমি বিশ্বাস হারাইনি। আমার সমস্যাই হলো, আমি ভালোবাসায় অনেক বেশি সুযোগ দিয়ে ফেলি। কিন্তু অবশেষে আমাকে হাল ছেড়ে দিতে হয়। আমার দিক থেকে যা যা করার, আমি সব করেছি। নিজের একশ শতাংশ দিয়েছি। যুজবেন্দ্র নাকি তার সঙ্গে প্রতারণা করেছেন বলে জানান ধনশ্রী ভার্মা।
আইকে/টিকে