এক বছর প্রেমের পর অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে সোমবার (৬ অক্টোবর) আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন সারা খান ও কৃষ পাঠক দুজনেই।
এক পোস্টে সারা খান জানান, আমরা দুই ধর্মের হলেও আমাদের গল্প এক ভালোবাসার।
কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম।
এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো-নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।
সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।
উল্লেখ্য, ২০১০ সালে ‘বিগ বস’ ৪-এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেছিলেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে কৃষ পাঠক অভিনেতা সুনীল লাহিড়ীর ছেলে, যিনি রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।
টিজে/টিকে