অস্থিতিশীল ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেছেন, “অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে। তারা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন একটি বাজেট গৃহীত হওয়ার কথা আছে।

সেজন্য সবার আগে প্রয়োজন পার্লামেন্টে স্থিতিশীলতা।”

“তাই সবদিক বিবেচনা করে প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্তের বাস্তবায়ন হবে।”

গত ৬ অক্টোবর পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। ম্যাক্রোঁর বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ এখন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় আছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলে বিদায় নেবেন তিনি।

সম্প্রতি জাতীয় বাজেট কাটছাঁট নিয়ে সরকারে প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রান্সের জনগণ ও বিরোধী দলগুলো। ঋণের দেনায় জর্জরিত ফ্রান্সের সরকারে স্বস্তি দিতে গত সেপ্টেম্বরের প্রথম দিকে কল্যাণমূলক ও জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন খাত থেকে সরকারি বরাদ্দের অর্থ কাটছাঁট করার একটি প্রস্তাব পাস করে ফ্রান্সের মন্ত্রিসভা; পাস হওয়া সেই প্রস্তাব অনুযায়ী বাজেট সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাত থেকে রাষ্ট্রীয় বরাদ্দের মোট ৪ হাজার ৪০০ কোটি ডলার ছেঁটে ফেলা হয়।

এতে ব্যাপক ক্ষুব্ধ হন ফ্রান্সের সাধারণ জনগণ। জনগণের ক্ষোভকে আমলে নিয়ে পার্লামেন্টে লেকোর্নোর পূর্বসূরী প্রধানমন্ত্রী ফাঙ্কোইস বায়রোকে আস্থাভোটের চ্যালেঞ্জ জানান বিরোধী দলীয় এমপিরা। সেই ভোটে হেরে গিয়ে ৮ সেপ্টেম্বর বিদায় নেন বায়রো। তার বিদায়ের ২৪ ঘণ্টার মধ্যে লেকোর্নোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রোঁ।

কিন্তু লেকোর্নো আসার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফ্রান্সের কট্টর বামপন্থি রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলো একের পর এক কর্মসূচি ঘোষণা করে যাচ্ছিল। ফলে দায়িত্ব গ্রহণের ২৭ দিনের এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লেকোর্নো।

এলিসি প্রাসাদ থেকে বিবৃতি আসার আগের দিন মঙ্গলবার ফ্রান্সের সম্প্রচার সংবাদমাধ্যম ফান্স ২ টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন লেকোর্নো। সেখানে লেকোর্নো বলেছিলেন, “যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি মনে করি এ থেকে এখনও উত্তরণ সম্ভব। আমি আজ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছি এবং যত শিগগির সম্ভব নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।”

তার এই সাক্ষাৎকার প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এসেছে এলিসি প্রাসাদ থেকে।

সূত্র : রয়টার্স

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

এশিয়ান কাপ বাছাই

হংকংয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে হামজা-শমিতরা Oct 09, 2025
img
গণতন্ত্র মঞ্চের ১৪০ আসনের প্রার্থীর নাম প্রকাশ Oct 09, 2025
img
অর্থ সংকটে এক চতুর্থাংশ শান্তিরক্ষী হ্রাস করবে জাতিসংঘ, ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও Oct 09, 2025
img
আসারের সঙ্গে কাটানো সময় স্মৃতিচারণ করলেন মালালা ইউসুফজাই Oct 09, 2025
img
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ Oct 09, 2025
img
কম বয়সী তরুণকে বিয়ে করায় তোপের মুখে সারা খান! Oct 09, 2025
img
১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন মিচেল স্টার্ক Oct 09, 2025
img
কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে: আমির খসরু Oct 09, 2025
img
কারিনার সঙ্গে সুখী দাম্পত্য, প্রাক্তন স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সাইফের Oct 09, 2025
img
সংসার চালাতে পারত না, টেলিভিশনের মালিক হয়ে গেল : মাসুদ কামাল Oct 09, 2025
img
হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে, দাবি রাশেদ খানের Oct 09, 2025
img
আমদানি বাড়ায় কমেছে চালের দাম Oct 09, 2025
img
ড. তোফায়েলের আহমেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ Oct 09, 2025
img
রোববার থেকে শিশু-কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর Oct 09, 2025
img
হামজারা নিয়ম ভেঙেছেন, দাবি হংকং কোচের Oct 09, 2025
img
৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতা‌লের ডাক Oct 09, 2025
img
নওগাঁর সাবেক এমপি সুমনসহ নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Oct 09, 2025
img
যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে: রনি Oct 09, 2025
img
শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানো উচিত : ট্রাম্প Oct 09, 2025
img
রানি মুখার্জি-ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে কৌতূহল Oct 09, 2025