হামাসের সাথে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনার মধ্যেই পবিত্র আল আকসা মসজিদে প্রার্থনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বুধবার (৮ই অক্টোবর) সকালে তিনি সেখানে প্রার্থনা সভায় নেতৃত্ব দেন এবং ঘোষণা করেন, 'ইসরায়েল এখন এই পবিত্র স্থানের মালিক।'
ডোম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে বেন গভির বলেন, 'ভয়াবহ গণহত্যার দুই বছর পূর্ণ হলো। গাজার প্রতিটি বাড়িতে টেম্পল মাউন্টের ছবি রয়েছে এবং এখন, দুই বছর পর, আমরা টেম্পল মাউন্টে বিজয়ী, আমরাই টেম্পল মাউন্টের মালিক।' ভিডিওতে দেখা যায়, ইহুদিদের সুক্কত উৎসবের দ্বিতীয় দিনে তিনি আল আকসার পূর্ব প্রাচীরের কাছে একদল ইহুদি উপাসককে নিয়ে প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছেন।
অথচ ইসরায়েল ও জর্ডানের মধ্যকার 'স্ট্যাটাস কো' বা স্থিতাবস্থা চুক্তি অনুসারে, মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করা নিষিদ্ধ। কিন্তু গত এক বছরে এই নিয়মের বড় পরিবর্তন দেখা গেছে এবং ইসরায়েলি পুলিশ ইহুদি উপাসকদের নির্দিষ্ট কিছু এলাকায় প্রার্থনা করার অনুমতি দিচ্ছে।
বেন গভিরের এই সফরকে তীব্র ভাষায় নিন্দা করেছে হামাস। তারা এটিকে 'ইচ্ছাকৃত উস্কানিমূলক পদক্ষেপ' এবং 'ইসরায়েলি সরকারের ফ্যাসিবাদী চিন্তার প্রতিফলন' বলে অভিহিত করেছে।
হামাস আরও বলেছে, এই সফরটি এমন একটি দিনে করা হয়েছে যা ১৯৯০ সালের ৮ অক্টোবরের 'আল-আকসা গণহত্যা' বার্ষিকী।
তথ্যসূত্র: টাইমস অফ ইসরায়েল
এমকে/এসএন