বিশ শতকের কিংবদন্তী মার্কসবাদী বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী। কিউবান বিপ্লবের অন্যতম পুরোধা এই নেতার আজ ৫৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৭ সালের এই দিনে বলিভিয়ার লা হিগুয়েরায় তাঁকে হত্যা করা হয়েছিল।
আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী চে গুয়েভারা পেশায় ছিলেন একজন ডাক্তার। কিন্তু লাতিন আমেরিকা জুড়ে তার ভ্রমণের অভিজ্ঞতা তাঁকে শোষিত মানুষের মুক্তির জন্য লড়াইয়ে অনুপ্রাণিত করে। ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর কিউবান বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
কিউবার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও, চে বিশ্বের অন্যান্য দেশে বিপ্লবের আগুন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিউবা ত্যাগ করেন। প্রথমে কঙ্গো এবং পরে বলিভিয়ায় তিনি গেরিলা যুদ্ধ শুরু করেন।
১৯৬৭ সালের ৮ই অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর হাতে তিনি বন্দী হন। পরদিন, ৯ই অক্টোবর, মাত্র ৩৯ বছর বয়সে তাঁকে হত্যা করা হয়। তাঁর মৃত্যু সত্ত্বেও, চে গুয়েভারা আজও বিশ্বজুড়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর তরুণদের কাছে প্রতিরোধের এবং আদর্শের এক অমর প্রতীক হিসেবে বিরাজ করছেন।
টিজে/এসএন