সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হতে চাচ্ছে না। এখন কেউ যদি বলে, আপনি মাস্টারমাইন্ড, সে বলবে খোদার কসম আমি কোনোদিন মাস্টারমাইন্ড ছিলাম না।
সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা বলেন, এখন আপনি যদি ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বলেন স্যার আপনি কি মাস্টারমাইন্ড ছিলেন? উনি বলবেন, খোদার কসম বিশ্বাস করো, আমি কোনো মাস্টারমাইন্ড ছিলাম না।
আপনি বলছিলেন, ম্যটিকুলাস। তিনি বলবেন, তাই নাকি? ম্যাটিকুলাসের অর্থ কি? আমি তো বুঝি না। পুরো জিনিসটা এখন উল্টো হয়ে গেছে। রনি আরো বলেন, প্রথম দুই-তিন মাস সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে।
আমি নেতা, আমার হুকুমে এটা হয়েছে, আমি টাকা দিয়েছি, আমি এখানে আন্দোলন করেছি, আমার ম্যাটিকুলাস ডিজাইনে এই জিনিসটা হয়েছে। একটা গ্রুপ শুধু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে।
এসএস/এসএন