৩৩০ গুণ বেতন পেয়ে চাকরি ছাড়েন কর্মী, আদালত দিলো তার পক্ষেই রায়

ভুলবশত মাসিক বেতনের ৩৩০ গুণ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ায় সঙ্গে সঙ্গেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন চিলির এক অফিস সহকারী। তিনি মোট প্রায় ১ লাখ ২৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা) হাতে পান, যেখানে তাঁর মাসিক বেতন ছিল মাত্র ৩৮৬ পাউন্ড। এই অপ্রত্যাশিত 'বাম্পার' বোনাস পাওয়ার পর তিনি শুধু ইস্তফাই দেননি, নিয়োগকর্তা প্রতিষ্ঠানের ফোন ধরাও বন্ধ করে দেন।

দীর্ঘ তিন বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার পর আদালত রায় দিয়েছেন যে এই ঘটনাটি চুরি নয়, বরং 'অনুমোদনহীন প্রাপ্তি' হিসেবে গণ্য হবে। ফলে এটি ফৌজদারি মামলা হিসেবে বিচারযোগ্য নয় বলে রায় দিয়েছেন বিচারক।

ঘটনাটি ২০২২ সালের মে মাসের। চিলির খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্যান কনসরসিও ইন্ডাস্ট্রিয়াল দে আলিমেন্তোস দে চিলের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। বেতন বিতরণে এক ত্রুটির কারণে তাঁর অ্যাকাউন্টে ভুলবশত বিশাল অঙ্কের অর্থ জমা হয়।

কোম্পানি ভুল বুঝতে পেরে যোগাযোগ করলে কর্মীটি প্রথমে সমুদয় অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু তিন দিন পরই তিনি চাকরিতে ইস্তফা দিয়ে কর্মস্থল ও বসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এরপর কোম্পানিটি তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করে।

তিন বছর আইনি লড়াই চলার পর বিচারক রায় দেন, যেহেতু কোম্পানি নিজের ভুলবশত অর্থটি কর্মীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাই এটি চুরি নয়। বরং এটি অনুমোদনহীন প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে, যা ফৌজদারি মামলার আওতায় পড়ে না।

যদিও এই রায়ে ওই ব্যক্তি ফৌজদারি অভিযোগ থেকে অব্যাহতি পেলেন, তবে নিয়োগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা হাল ছাড়ছে না। দিয়ারিও ফিনান্সিয়েরো পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা দেওয়ানি আদালতের মাধ্যমে ওই অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে।

এই ঘটনার পাশাপাশি, ইউরোপে আরেকটি চাঞ্চল্যকর বেতন-সংক্রান্ত ত্রুটির ঘটনা সামনে এসেছে। ভাইস নিউজ-এর খবর অনুযায়ী, জার্মানির এক শিক্ষিকা গত ১৬ বছর ধরে অসুস্থতার অজুহাতে ঘরে বসে আছেন, অথচ নিয়মিত সম্পূর্ণ বেতন নিচ্ছেন। এই সময়ে তিনি মোট ১১ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা) পকেটস্থ করেছেন।

সম্প্রতি নতুন প্রশাসকের নির্দেশে তদন্ত শুরু হলে এই বিষয়টি ফাঁস হয়। ওই শিক্ষিকাকে যখন অসুস্থতার প্রমাণ দিতে বলা হয়, তখন তিনি উল্টো নিজের নিয়োগকর্তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নিয়েছেন।

আইকে/টিকে


Share this news on:

সর্বশেষ

img
দেড় যুগ পর পুরোনো ঠিকানায় ফিরছেন বালাম Oct 11, 2025
img
শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন Oct 11, 2025
img
মালদ্বীপে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি প্রবাসী Oct 11, 2025
img
নোবেল জয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা Oct 10, 2025
img
পুলিশ এখন বানরের মতো হয়ে গেছে, ওসির ক্ষোভ প্রকাশ Oct 10, 2025
img
অবকাঠামো উন্নয়ন তদারকিতে আনিকদের বরাদ্দ দিলো ডিএনসিসি Oct 10, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের Oct 10, 2025
বে জীবনের লক্ষ্য ঠিক করবেন | ইসলামিক টিপস Oct 10, 2025
ইসরাইলের জেল থেকে রেহাই পেলেন শহিদুল আলম! Oct 10, 2025
নানা চরিত্রে অভিনয়, ভোটার টানতে ভিন্ন কৌশলে স্বতন্ত্র প্রার্থী ! Oct 10, 2025
'জামায়াতের সাথে বিএনপির সিট ভাগাভাগির প্রশ্নই আসে না Oct 10, 2025
img
২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা ইইউর Oct 10, 2025
img
অনেক রং মিশে যেমন রংধনু, তেমনই সবাই মিলে বাংলাদেশ : আমীর খসরু Oct 10, 2025
img
ফিলিপিন্সে ভূমিকম্পে ৭ জন নিহত Oct 10, 2025
img
মারুফার জীবনের গল্প শুনে চোখ ভিজবে আপনারও Oct 10, 2025
img
হংকংয়ে হামজারা, জর্ডানে অর্পিতারা Oct 10, 2025
img
আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম Oct 10, 2025
img
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ টেইলরের Oct 10, 2025
img
নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎস্বর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
দেড় বছর বাড়ির বাইরে যেতে পারেননি পরীমণি, কারণ কী? Oct 10, 2025