অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাদের (এনসিপি) আপত্তি জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
বিএনপি রংপুর জেলা শাখার প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর স্মরণে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সভায় এই মন্তব্য করেন তিনি।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘তারা (এনসিপি) নিজেদের প্রতীকের দাবি জানাতে পারে, সেটি তাদের অধিকার। তবে যে প্রতীকে মানুষ যুগের পর যুগ ভোট দিয়েছে, সেটি নিয়ে আপত্তি তোলা ঠিক নয়।
এটি জনগণ ভালোভাবে নেবে না।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিমুখেই বলে দিয়েছেন যথাসময়ে বাংলাদেশে আসবেন। তিনি দলের নেতৃত্বে আছেন, আন্দোলনের দিকনির্দেশনা দিচ্ছেন এবং সময়মতো মাঠেও থাকবেন।’
আইকে/টিকে