মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ৫৮ লাখ ৪০ হাজার টাকার অবৈধ করেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ীতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ মৎস্য বিভাগ মোট ৫২টি অভিযান পরিচালনা করেছে। এ সময় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালীন ২ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া, ৬৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।
এ ছাড়া, গত এক সপ্তাহের অভিযানে ২৭টি মামলার ২৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালীন সময়ে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে ৯ জনের নামে নিয়মিত মামলা দায়েরও হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন , মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করছে। কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা পুলিশ ও আনসার আমাদেরকে অভিযানে সহায়তা প্রদান করছে। সরকার কর্তৃক ২৫ অক্টোবর পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা বাস্তবায়নে আমরা মাঠে থাকবো।
তিনি আরও বলেন, জেলায় ইলিশ আহরণে সম্পৃক্ত ৫ হাজার ৪৯৭ জন জেলের মধ্যে ৪ হাজার ৮৮৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুধু সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬১৩ জন জেলে বাকি রয়েছে। আগামীকালের মধ্যে তারাও চাল পেয়ে যাবে।
টিজে/এসএন