দেশে নিত্য নতুন নাটক চলছে : গোলাম মাওলা রনি

দেশে নিত্য নতুন নাটক চলছে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি একটা গণভোট হবে? এই দুটো বিষয় নিয়ে যেভাবে তর্ক-বিতর্ক চলছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের যে পদ্ধতি সেখানে গতানুগতিকভাবে আমরা যেভাবে বিগত দিনে ভোট দিয়ে আসছি সেইভাবে হবে? নাকি পিআর পদ্ধতি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা না করে শুধু দলের প্রতীক দেবে আর প্রার্থীরা সেই দলের পকেটে থাকবে?’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তা তিনি বলেন, ‘পিআর পদ্ধতির যে রাজনীতি, নেপাল বা ধরুন ইসরায়েলে কোনো দেশেই আসলে এখন পর্যন্ত ভালো ফলাফল আনতে পারেনি।

এখন সেই পিআর পদ্ধতির ভূত আমাদের দেশে চেপে বসেছে। আবার আরেকটি বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। উচ্চকক্ষ সংসদ, নিম্নকক্ষ সংসদ; যেমন ব্রিটেনের লর্ডসভার মত করে আমাদের একটা উচ্চকক্ষ থাকবে। ভারতে যেমন বিধানসভা এবং লোকসভা।’

‘যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে, তারা নিম্নকক্ষে থাকবেন। আর উচ্চকক্ষ লর্ডসভাতে এই রায়বাহাদুর খান, বাহাদুর লর্ড মানে প্রত্যেকটা দলের কিছু লোকজন থাকেন, যারা টাকা দেন, পয়সা দেন বা একটু ভাবসাব দেখান। তাদেরকে লর্ড সভাতে স্থান দেওয়া হবে।

এটা অনেকটা রাজকীয় ব্যাপার। ভারতের মতো, ইংল্যান্ডের মতো। কিন্তু বাংলাদেশে আসলে ওরকম লর্ড, রায় বাহাদুর, খান বাহাদুর, আছে আমি দেখি না।’

রনি বলেন, ‘এসব বিষয় নিয়ে গত এক বছরে বাংলাদেশ যতটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে, গত ১০০ বছরে এভাবে এত অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়নি।

আমরা এই গত এক বছরে পতনের অতল গহ্বরে পৌঁছে গেছি। এই সময়টিতে যে বিতর্কগুলো হচ্ছে, সেই বিতর্কগুলো আমার দৃষ্টিতে একেবারে অপ্রয়োজনীয়। এগুলো করারই দরকার ছিল না।’ 

‘যে কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে, যে প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে এগুলো মূলত জনগণকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। অধিকন্তু যে কাজগুলো তারা এই গত এক বছর যাবত করার চেষ্টা করছে এবং এর পেছনে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে ফেলেছে, তার দুই পয়সার মূল্য হবে না।

রনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ১৪-১৫ বার দেশের বাইরে গেছেন। এতে আপনার আমার কী উপকার হয়েছে, দেশের কী উপকার হয়েছে। এরকম অনেক কিছু হচ্ছে প্রতিনিয়ত। এই যে ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছে, সবাই দল বেঁধে যাচ্ছে, খাবার খাচ্ছে, ফাইভ স্টার হোটেল থেকে খাবার যাচ্ছে। সেখানে এসির মধ্যে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল খাজুরে আলাপ গালগল্প করছে, লিখে রাখেন আগামীতে যারাই ক্ষমতায় আসবে, তারা এর একটাও বাস্তবায়ন করবে না। অথচ এর জন্য আমরা কত কিছু নষ্ট করলাম। আর এই সময়ের মধ্যে কত রাস্তা খানা খন্দকে ভরে গেছে। কত এলাকা বিদ্যুৎহীন।’ 

‘তারপরে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, না এপ্রিলে হবে, ড. ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন, তিনি কি ফেব্রুয়ারি মাসে চলে যাবেন, নাকি আরো পাঁচ বছর থাকবেন, নাকি আরো ১০ বছর, ৫০ বছর থাকবেন; এই জিনিসগুলো আমরা বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠিয়ে দিচ্ছি।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গুমের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করলেন সালাহউদ্দিন Oct 11, 2025
img
সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয় : সাখাওয়াত হোসেন Oct 11, 2025
img
অপরাধীদের বিচার ও বাহিনী সংস্কার ছাড়া গণতন্ত্র অসম্ভব : আখতার Oct 11, 2025
মুনাফিকের ভয়াবহ পরিণতি | ইসলামিক জ্ঞান Oct 11, 2025
যেভাবে ইসলাম প্রচার করবেন | ইসলামিক টিপস Oct 11, 2025
১ মাসের মধ্যে শেষ হবে বিপিএল, থাকবে ৫ টা দল: ইফতেখার মিঠু Oct 11, 2025
বিপিএলে বড় পরিবর্তন, ফরচুন বরিশাল কি থাকবে মাঠে? Oct 11, 2025
ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে নতুন অধ্যায় শুরু Oct 11, 2025
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া Oct 11, 2025
রাকসু নির্বাচনে জয়লাভ করলে রাবিতে হামজা চৌধুরীকে আনতে চান প্রার্থী Oct 11, 2025
আমরা কুমিল্লা নামে বিভাগ না নিয়ে ঘরে ফিরব না Oct 11, 2025
img
আল-আকসা মসজিদের খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা Oct 11, 2025
রাকসু নির্বাচনে নারীরা পিছিয়ে কেন? Oct 11, 2025
দেশে ফিরে যা জানালেন শহিদুল আলম Oct 11, 2025
যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ১৯ Oct 11, 2025
'বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জবি ছাত্রদল নেতা হাসিবের নাম' Oct 11, 2025
৫ বছর পর ঢামেক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা পুনরায় শুরু Oct 11, 2025
গণতান্ত্রিক অধিকার হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই: রাকসু প্রার্থী Oct 11, 2025
যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাকসুর প্রার্থী! Oct 11, 2025
অভিনব প্রচারণায় রাকসু সিনেট প্রার্থী Oct 11, 2025