বিরল রোগের সফল অস্ত্রোপচার, বিশ্রামে স্পর্শিয়া

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তিনি বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মুখের টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন এ অভিনেত্রী।

এর আগে, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই নিজের এই জটিল রোগ এবং অস্ত্রোপচার হতে যাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে উদ্বেগ বাড়ছিল। একইসঙ্গে প্রশ্ন ছিল-এখন কেমন আছেন অভিনেত্রী স্পর্শিয়া?

গণমাধ্যমকে স্পর্শিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। টিউমার হয়েছিল। বেশ জটিল অপারেশন ছিল। তবে আমার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। আপাতত কিছুদিন আমাকে হাসপাতালে থাকতে হবে।

 স্পর্শিয়া আরও বলেন, সবকিছুই ঠিকঠাক চলছিল। মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি এই বিরল রোগের কথা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। প্রযোজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। ৭ অক্টোবর অস্ত্রোপচার হয়।



স্পর্শিয়াকে তিন সপ্তাহ পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময় কথা বলা নিষেধসহ খাবারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ মানার জন্য বলা হয়েছে তাকে। তবে তরল খাবার গ্রহণ, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সীমিত পরিসরে যোগাযোগ রাখার সুযোগ রয়েছে তার।

তিনি হাসপাতাল থেকে জানিয়েছেন, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অভিনয়জীবনের ব্যস্ততার সময় হুট করেই এভাবে অসুস্থ হওয়ার কারণে কাজের গতিতে কিছুটা বিরতি টানতে হয়েছে তাকে। 

এ ব্যাপারে তিনি বলেন, ওয়েব সিরিজ ও সিনেমাসহ কয়েকটি কাজের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য আপাতত সেসব করতে পারছি না। সুস্থ হওয়ার পর সেসব কাজ নিয়ে ভাবব।

এর আগে, গত ৭ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে স্পর্শিয়া লেখেন, আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ শনাক্ত হয়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগ মুহূর্তের চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অস্ত্রোপচার হবে। আপনারা বুঝতেই পারছেন, এ অবস্থায় আমার পক্ষে কারো সঙ্গে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

মুনাফিকের ভয়াবহ পরিণতি | ইসলামিক জ্ঞান Oct 11, 2025
যেভাবে ইসলাম প্রচার করবেন | ইসলামিক টিপস Oct 11, 2025
১ মাসের মধ্যে শেষ হবে বিপিএল, থাকবে ৫ টা দল: ইফতেখার মিঠু Oct 11, 2025
বিপিএলে বড় পরিবর্তন, ফরচুন বরিশাল কি থাকবে মাঠে? Oct 11, 2025
ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে নতুন অধ্যায় শুরু Oct 11, 2025
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া Oct 11, 2025
রাকসু নির্বাচনে জয়লাভ করলে রাবিতে হামজা চৌধুরীকে আনতে চান প্রার্থী Oct 11, 2025
আমরা কুমিল্লা নামে বিভাগ না নিয়ে ঘরে ফিরব না Oct 11, 2025
img
আল-আকসা মসজিদের খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা Oct 11, 2025
রাকসু নির্বাচনে নারীরা পিছিয়ে কেন? Oct 11, 2025
দেশে ফিরে যা জানালেন শহিদুল আলম Oct 11, 2025
যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ১৯ Oct 11, 2025
'বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জবি ছাত্রদল নেতা হাসিবের নাম' Oct 11, 2025
৫ বছর পর ঢামেক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা পুনরায় শুরু Oct 11, 2025
গণতান্ত্রিক অধিকার হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই: রাকসু প্রার্থী Oct 11, 2025
যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাকসুর প্রার্থী! Oct 11, 2025
অভিনব প্রচারণায় রাকসু সিনেট প্রার্থী Oct 11, 2025
লাখো মানুষের ঝুঁকি! ভাঙা ওভারব্রিজে দুঃস্বপ্নে পারাপার Oct 11, 2025
চীনে আবারো বাণিজ্য যুদ্ধ ট্রাম্পের, শি জিনপিং-কে হুমকি Oct 11, 2025
জীবন হুমকির মুখে, পেলেন শান্তিতে নোবেল Oct 11, 2025