ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই ধারণা করছেন ভক্তরা।
শুক্রবার (১০ অক্টোবর) মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে দেখা যায় হার্দিককে। এরপরই দু’জনে একসঙ্গে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন হার্দিক।
এর মধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ। সেই ছবির কিছুক্ষণ পরই নাতাশা নিজের একগুচ্ছ সাধারণ দিনের ছবি শেয়ার করেন। কোনো ক্যাপশন না দিয়ে শুধু দিয়েছেন সাদা হৃদয়ের ইমোজি ও যুক্ত করেছেন হ্যানা মন্টানার জনপ্রিয় গান “অর্ডিনারি গার্ল”।
ভক্তদের ধারণা, এভাবেই নাতাশা বুঝিয়ে দিলেন - তিনি এখন কেবল এক “সাধারণ মেয়ে”, যিনি নিজের মতো করে বাঁচছেন।
হার্দিক ও নাতাশার বিচ্ছেদের পর থেকেই একাধিক নারীসঙ্গের গুঞ্জনে ছিলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। অনেকেই বলছেন, মাহিকার সঙ্গেই এবার স্থায়ী হতে চলেছেন তিনি।
অন্যদিকে, হার্দিক যখন নতুন সম্পর্কে ব্যস্ত, তখন একাকী মাতৃত্বের দায়িত্ব পালন করছেন নাতাশা। একসময় যাঁদের কাছ থেকে সমালোচনা সহ্য করতে হয়েছিল, এখন তাঁরাই নাতাশার কাছে ক্ষমা চাইছেন ও সান্ত্বনা জানাচ্ছেন।
বিচ্ছেদের পর নাতাশা একবারই প্রকাশ্যে হার্দিককে নিয়ে মন্তব্য করেছিলেন- “হার্দিক খুব আত্মকেন্দ্রিক।”
কেএন/এসএন