বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
বুধবার (৮ অক্টোবর) বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মানামার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বাহরাইন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, এই সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে।
রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতার এ ধারাবাহিকতা ভবিষ্যতে আরও প্রসারিত হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বৈঠকে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এমকে/এসএন