আরবী গানের রাজা আমর দিয়াব পা রাখলেন ৬৪ বছরে

‘হাবিবি ইয়া নূরেল আইন’-বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় আরবি গানগুলোর একটি। গানটির গায়ক, গীতিকার ও সুরকার হলেন মিসরের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আমর দিয়াব। তাকে বলা হয় আরব বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল ও প্রভাবশালী পপ তারকা। তার গানের রেকর্ড বিক্রি ৩০ মিলিয়নেরও বেশি, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সর্বোচ্চ।

আমর দিয়াব জন্মগ্রহণ করেন ১১ অক্টোবর ১৯৬১ সালে মিসরের পোর্ট সাঈদ শহরে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। মাত্র ছয় বছর বয়সে তিনি জাতীয় অনুষ্ঠানে মিসরের জাতীয় সঙ্গীত পরিবেশন করে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের দৃষ্টি আকর্ষণ করেন। পরে রাষ্ট্রীয় রেডিওতে প্রচারিত সেই পরিবেশনা দিয়েই তিনি প্রথমবার জাতীয় পর্যায়ে পরিচিতি পান। সঙ্গীতপাগল এই শিশুশিল্পীকে তখন একটি গিটার উপহার দিয়েছিলেন স্থানীয় গভর্নর-যা দিয়াবের সংগীতযাত্রার সূচনা করে।

নব্বইয়ের দশকে যখন অধিকাংশ আরবি গায়ক পশ্চিমা ধাঁচে প্রভাবিত হচ্ছিলেন, তখন দিয়াব উল্টো পথে হাঁটেন। তিনি চেয়েছিলেন আরবি ঐতিহ্যবাহী সুরের সাথে পশ্চিমা রিদম মিশিয়ে এমন এক ধারা তৈরি করতে, যা বিশ্বজুড়ে শ্রোতাদের আকৃষ্ট করবে। ১৯৯০ সালে তার ‘মাতখাফিশ’ অ্যালবামের মাধ্যমে তিনি আরব বিশ্বের প্রথম মিউজিক ভিডিও তৈরি করেন, যা প্রচারণায় নতুন মাত্রা আনে।

তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৯৬ সালে প্রকাশিত অ্যালবাম নূর আল-আইন দিয়ে। এই অ্যালবামের গান ‘হাবিবি ইয়া নূরেল আইন’ প্রকাশের পরই সাড়া ফেলে পুরো আরব বিশ্বে। পশ্চিমা ড্যান্স বিট ও আরবি সুরের অনন্য সংমিশ্রণে গানটি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় জনপ্রিয়তা পায়। ইউরোপের নৃত্যক্লাবগুলোতেও গানটি নিয়মিত বাজতে থাকে। বিশ্বের নানা ভাষায় গানটির রিমিক্স, কভার ও অনুকরণ তৈরি হয়। পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতার ‘রাজশ্রী তোমার জন্য’ গানটিও এর সুরে অনুপ্রাণিত।

এই অ্যালবাম দিয়াবকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ও ‘ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ বেস্ট সেলিং অ্যালবাম ইন দ্য মিডল ইস্ট পুরস্কার। তিনিই ছিলেন প্রথম মিসরীয় শিল্পী, যিনি এই সম্মান অর্জন করেন। পরবর্তী বছরগুলোতে তিনি আরও তিনবার একই বিভাগে পুরস্কার জেতেন এবং গিনেজ বুকে নাম তোলেন।



আমর দিয়াবের অন্যান্য বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘আউয়্যেদুনি’ (১৯৯৮), ‘আলেম আল্লাহ’ (২০০০), এবং বিশ্বব্যাপী হিট ‘তামাল্লি মা’আক’-যা ইংরেজি, ফরাসি ও রাশিয়ানসহ বহু ভাষায় অনূদিত হয়। বলিউডের জনপ্রিয় গান ‘কাহো না কাহো’-ও এই গানের অনুকরণে তৈরি।

২০০৬ সালে তিনি পেপসির বিজ্ঞাপনে বিয়ন্সে, পিঙ্ক, জেনিফার লোপেজ ও ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে হাজির হন, যা তাকে বৈশ্বিক তারকাখ্যাতি এনে দেয়। ভাষা, ধর্ম বা সীমান্ত-কোনো কিছুই আমর দিয়াবের সঙ্গীতকে থামাতে পারেনি। রাশিয়া থেকে ব্রাজিল, ভারত থেকে ফ্রান্স-সবখানেই তার গান একযোগে বাজে। নিজের সাক্ষাৎকারে তিনি বলেন, “সংগীত নিজেই এক ভাষা, যা হৃদয়ের সঙ্গে কথা বলে।” আজ, ১১ অক্টোবর, এই কিংবদন্তি গায়ক ৬৪ বছর পূর্ণ করলেন-আরও একবার প্রমাণ করে যে, সঙ্গীতের কোনো সীমানা নেই।

Share this news on:

সর্বশেষ

img
আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন একসঙ্গে অ্যাটলির পরবর্তী ছবিতে! Oct 12, 2025
img
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক Oct 12, 2025
img
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ Oct 12, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Oct 12, 2025
img
আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ Oct 12, 2025
img
সন্তানকে ঠিক সময়ে বিয়ে দিতে বর সেজে অভিনব প্রতিবাদ এক অবিবাহিত যুবকের! Oct 12, 2025
img
আফগান বাহিনীর হামলায় ১৫ পাকিস্তানি সেনা নিহত: দাবি কাবুলের Oct 12, 2025
img
নতুন ছবিতে গ্রামীণ রূপে ফিরছেন বিজয় Oct 12, 2025
img
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস আলম Oct 12, 2025
জের ইশতেহার নিয়ে যা বললেন ভিপি প্রার্থী তাসিন খান Oct 12, 2025
প্রার্থী হিসেবে নয়,রাবি শিক্ষার্থী হিসেবে ছুটে চলা: ছাত্রদলের এষা Oct 12, 2025
img
‘স্ত্রী’-এর পর ম্যাডকের নতুন মুখ ওয়ামিকা? Oct 12, 2025
img
দীর্ঘদিন ধরে বাংলাদেশেও ‎পিআর পদ্ধতি চালু আছে : শামীম সাঈদী Oct 12, 2025
img
শেবাগের ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভাঙবে জয়সওয়াল : কাইফ Oct 12, 2025
img
'কারো ফাঁদে পা না দিয়ে, নিজেই সত্য-মিথ্যা যাচাই করতে শিখুন' Oct 12, 2025
img
শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ১১ জানুয়ারি Oct 12, 2025
img
সিলেটে শুটিংয়ে অংশ নিলেন সালাহউদ্দিন আহমদ Oct 12, 2025
img
চাপিয়ে দেওয়া কিছুই এই দেশের মানুষ গ্রহণ করে না : মির্জা ফখরুল Oct 12, 2025
img
অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষকরা Oct 12, 2025
img
৫০০ কোটির সাফল্যের পরও ঋষভের পা মাটিতে Oct 12, 2025