বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে প্রথম বড় পর্দায় পরিচিত করিয়েছিলেন পরিচালক শশাঙ্ক খাইতান, তারই নির্মিত ধড়ক ছবির মাধ্যমে। সেই ২০১৮ সালে নার্ভাস ও আত্মবিশ্বাসহীন এক নবাগত থেকে আজকের পরিণত ও আত্মবিশ্বাসী জাহ্নবী- এই রূপান্তর নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।
সম্প্রতি নিজের নতুন ছবি সানি সংস্কারি কি তুলসি কুমারী-এর প্রচারণায় অংশ নিয়ে শশাঙ্ক বলেন, “জাহ্নবী একসময় নিজের মত প্রকাশে ভয় পেত। নেপোটিজম ঘিরে যে চাপ আর সমালোচনা ছিল, তাতে সে একরকম খোলসের ভেতর ঢুকে গিয়েছিল। কিন্তু এখনকার জাহ্নবী একেবারে অন্য মানুষ- আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং নিজের জায়গা জানে।”
পরিচালকের মতে, সানি সংস্কারি কি তুলসি কুমারী-তে জাহ্নবীর পারফরম্যান্সই প্রমাণ করেছে তার পরিণত অভিনয়গুণ। “তার কমেডি টাইমিং এখন দারুণ। সে সমালোচনাও গ্রহণ করতে পারে, আবার প্রশংসায় ভেসেও যায় না,” যোগ করেন শশাঙ্ক।
জাহ্নবীর এই যাত্রা বলিউডে এক বিরল উদাহরণ- যেখানে এক নবাগত তারকা নিজের সীমাবদ্ধতা ভেঙে এক আত্মবিশ্বাসী অভিনেত্রীতে পরিণত হয়েছেন।
টিকে/