সৌদি আরব এবং কাতারের হস্তক্ষেপের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিতে ইসলামাবাদের সীমান্ত চৌকিতে হামলা চালায় কাবুল।
তালেবান সরকার জানায়, আফগান নিরাপত্তা বাহিনী শনিবার গভীর রাতে পাকিস্তানি সীমান্ত চৌকিতে হামলা চালায়, যা তারা আফগান ভূখণ্ড এবং আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে উল্লেখ করে।
রোববার আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সৌদি আরব এবং কাতারের হস্তক্ষেপের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান বন্ধ করা হয়েছে। ভাগ করা সীমান্তে দু’পক্ষের মধ্যে রাতভর চলা সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা এবং নয়জন আফগান সেনা নিহত হয়েছেন।
এদিকে, রোববার পাকিস্তান জানায়, শনিবার দু’পক্ষের মধ্যে উত্তেজনা এবং গুলি বিনিময়ের পর তারা আফগানিস্তানের সাথে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে বলেও জানা গেছে।
অন্যদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোববার জারি করা এক বিবৃতিতে, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে সংযম, উত্তেজনা এড়ানো এবং সংলাপ ও প্রজ্ঞা গ্রহণের আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, রিয়াদ শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং বলেছে যে তারা পাকিস্তান ও আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী।
এর আগে সপ্তাহের শুরুতে, আফগান কর্মকর্তারা পাকিস্তানকে রাজধানী কাবুল এবং দেশটির পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলার জন্য অভিযুক্ত করেছিলেন। তবে পাকিস্তান এই হামলায় কোনো ভূমিকা স্বীকার করেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আল জাজিরা
এসএন