টেস্ট বোলারদের র্যাঙ্কিং তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া দলে তারকা এই পেসারের অনুপস্থিতি যে কোনো প্রতিপক্ষের জন্য স্বস্তির। ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে তারা সুবিধা পাবেন।
অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজ সিরিজের শুরুতে কামিন্সের অংশগ্রহণ নিয়ে এক গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী এই সিরিজ শুরু হবে ২১ নভেম্বর। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বাগতিক দলের অধিনায়ক এখনও পিঠের চোট থেকে সম্পূর্ণ সুস্থ হননি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, প্রথম ম্যাচে কামিন্সের খেলার সম্ভাবনা অত্যন্ত কম। এমনকি তিনি সম্পূর্ণ অ্যাশেজ থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সিরিজের শুরু থেকেই কামিন্সকে পাওয়ার জন্য আশাবাদী। তবে তিনি বিষয়টি স্বীকার করেছেন যে, ৩২ বছর বয়সি এই ক্রিকেটারের জন্য সুস্থ হয়ে উঠতে খুব একটা সময় নেই।
এদিকে কামিন্সের অনুপস্থিতির বিষয়টি নিয়ে পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুকের কাছে যে প্রশ্ন করা হয়েছিল, সেখানে তিনি বলেন, 'এমন কিছু ঘটলে ইংল্যান্ড সুবিধা পাবে, এটি অস্বীকার করা যায় না। তবে আমাদের তাদেরকে ছোট করে দেখা উচিৎ নয়।'
ব্রুক আরও বলেন, 'যেভাবে পরিস্থিতি দেখছি, যদি প্রথম ম্যাচে কামিন্স না খেলে, আশা করছি এটি আমাদের পক্ষে সুবিধা হবে। তবে তিনি অসাধারণ একজন বোলার এবং দীর্ঘদিন ধরে খেলছেন; তিনি একটি মানসম্পন্ন পেসার যিনি দ্রুত গতিতে বল করেন। তবুও তাদের দলে অনেক ভালো বোলার রয়েছে, বিশেষ করে পেসাররা। তাই আমরা কাউকে হালকাভাবে নিতে পারি না।'
ইএ/টিএ