কানাডা সুপার সিক্সটিতে জিততেই হবে এমন ম্যাচে বড় জয় পেয়েছে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়েছে সাকিবের দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মন্ট্রিয়ালের৷ আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩০ রান করে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। জবাবে ৬ উইকেটে ৮৭ রানে থামে ব্র্যাম্পটন ব্লিটজ।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভ্যাঙ্কুবারে ব্যাটিং নেমে দারুণ শুরু পায় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। দুই ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া মাত্র ২২ বলেই ৬১ রানের জুটি গড়েন। ১৯ রান করেন ব্রাউন। তিনে ব্যাটিংয়ে নেমে ক্রিস গ্রিভসকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান সাকিব। তবে ইনিংস বড় করতে পারেননি মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের অধিনায়ক। ৭ বলে ১১ রান করে গ্রিভসের বলেই আউট হন তিনি।
মাঝে রায়ান হিগিনস, টম মুরসরা ব্যর্থ হলেও শেষদিকে শ্রেয়াস মোভভার ১২ বলে অপরাজিত ২২ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩০ রান করে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই মন্ট্রিয়ালের বোলারদের দারুণ বোলিংয়ের মুখে পড়ে ব্র্যাম্পটন। মার্টিন গাপটিল, উইল স্মিদ, জেমস ভিন্সরা হাত খুলে খেলার আগেই সাজঘরে ফিরেছেন৷ অধিনায়ক ডেভিড ভিসার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৩ রান। বল হাতে দারুণ পারফর্ম করেছেন ব্র্যাড কারি, অ্যান্ড্রু টাই, ইসুরু উদানারা। এদিন বল করতে আসেননি মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের অধিনায়ক সাকিব।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্র্যাম্পটনকে ৮৭ রানে থামায় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। এই জয়ের ফলে আগামীকাল সেমিফাইনালে খেলবে সাকিবের দল।