অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে আবারও সবার নজর থাকবে বিরাট কোহলির দিকেই। ভারতীয় ব্যাটিং তারকা বিশ্ব ক্রিকেটে একাধিক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।
তার ক্যারিয়ারজুড়ে যে ধারাবাহিকতা তাকে আলাদা করে তুলেছে, সেই ধারাবাহিকতাই এখন কোহলিকে একের পর এক রেকর্ডবুকে নতুনভাবে লিখতে সাহায্য করছে। চ্যাম্পিয়নস ট্রফির পর এই সিরিজ দিয়েই তিনি আবার ভারতের জার্সিতে ফিরছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের এক নির্ভরতার নাম বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নেওয়ার পর এখন তিনি পুরো মনোযোগ দিচ্ছেন একদিনের ক্রিকেটে। তিন ম্যাচের এই সিরিজে তার সামনে রয়েছে তিনটি ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক
কোহলির প্রয়োজন মাত্র ৫৪ রান, তাহলেই তিনি লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।
বর্তমানে তার সংগ্রহ ১৪,১৮১ রান, গড় ৫৭-এর বেশি, যা ১০ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এই মাইলফলক ছোঁয়া মানে তার নাম আরো দৃঢ়ভাবে বসবে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায়।
হোয়াইট-বল ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক
কোহলির সামনে আরেকটি বড় সুযোগ হলো সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে + টি-টোয়েন্টি) সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।
তার প্রয়োজন মাত্র ৬৮ রান, তাহলেই তিনি শচীন টেন্ডুলকারের (১৮,৪৩৬ রান) রেকর্ড ভেঙে দেবেন।
বর্তমানে কোহলির রান ১৮,৩৬৯। ২৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান এবং ৮০টিরও বেশি শতক নিয়ে কোহলি ইতিমধ্যেই আধুনিক ক্রিকেটে ধারাবাহিকতা ও আধিপত্যের প্রতীক।
ওয়ানডেতে ১৫০০ বাউন্ডারির ক্লাবে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোহলির সামনে আরো এক অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত তিনি ওয়ানডেতে ১৩২৫টি চার ও ১৫২টি ছয় মেরেছেন, মোট ১৪৭৭ বাউন্ডারি। মাত্র ২৩টি বাউন্ডারি মারতে পারলেই তিনি ১৫০০ বাউন্ডারির মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
ইতিহাসে মাত্র দুই ব্যাটার এই কীর্তি গড়েছেন, শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া।
এমআর/টিকে