রোনালদো এখনও রিয়ালের ‘নম্বর ওয়ান’: এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। তবে, ক্রিস্টিয়ানো রোনালদোকে এখনও রিয়াল মাদ্রিদের 'নম্বর ওয়ান’ হিসেবে আখ্যা দিয়েছেন এই ফরাসি সুপারস্টার। মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এমবাপ্পে 'একজন আদর্শ’ হিসেবে দেখেন। একই সঙ্গে আল নাসরের মহাতারকার কাছ থেকে তিনি পরামর্শও নেন বলেও জানিয়েছেন।

এমবাপ্পের শৈশবের আদর্শদের একজন রোনালদো। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের জার্সিতে এই পর্তুগিজ করেছেন ৪৫০ গোল, জিতেছেন ১৬টি শিরোপা, যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগও। নিজের আদর্শের পথেই হাটছেন এমবাপ্পেও। গত মৌসুমে রিয়ালে যোগ দিয়েই করেছিলেন ৪৪ গোল। চলতি মৌসুমে আরও ভয়ঙ্কর রূপে হাজির তিনি, এরই মধ্যে করেছেন ১৪ গোল।

রোনালদোর গ্রেটনেসকে তাড়া করলেও রিয়ালে এখনও পর্তুগিজ মহাতারকাকেই নিজের ওপরে রাখছেন এমবাপ্পে। রোববার (১২ অক্টোবর) মুভিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এই ফরাসি বলেন, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) সবসময়ই আমার জন্য একজন রোল মডেল। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি, রিয়াল মাদ্রিদে তিনি এখনো নাম্বার ওয়ান। তিনি রিয়ালের খেলোয়াড়দের জন্য এখনো রেফারেন্স পয়েন্ট। তিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। সমর্থকেরা এখনো ক্রিস্টিয়ানোর স্বপ্ন দেখেন। তবে আমি আমার নিজের পথেই হাঁটতে চাই।’

এমবাপ্পে ব্যক্তিগতভাবে ভালো করলেও গত মৌসুমে রিয়াল কোনো বড় শিরোপা জিততে পারেনি। তবে এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার শীর্ষে আছে লস ব্লাঙ্কোরা। আট ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রিয়াল যদিও গত মাসে তারা অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে হেরে গিয়েছিল।

সেই ডার্বির ব্যাপারে এমবাপ্পে বলেন, ‘তারা (অ্যাতলেটিকো) ডার্বি খেলতে এসেছিল, আমরাও এসেছিলাম, কিন্তু আমরা লড়াইয়ে কোনো তীব্রতা দেখাইনি, বলের জন্য লড়াইয়ে, ক্রসে… তারা প্রতিটা লড়াই জিতেছিল। এমন ম্যাচে জেতা কঠিন।’
গত শুক্রবার আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের হয়ে ৩-০ গোলের জয়ে গোল করেছিলেন এমবাপে, তবে ম্যাচের শেষ দিকে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন। গত সপ্তাহে একই চোটে তিনি রিয়ালের হয়েও ভুগেছিলেন।
ফ্রান্সকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছে। তবে, এমবাপে স্বীকার করেছেন, তিনি স্পেনকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তিনি বলেন, ‘আমার কাছে (স্পেন) এখন ইউরোপের সেরা দল। তবে বিশ্বকাপ আলাদা ব্যাপার।’

রিয়ালে তার সতীর্থ ভিনিসিউস জুনিয়রের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে দুজনই বাঁ প্রান্তে খেলতে পছন্দ করেন, তাই অনেকে ভাবছেন, তারা একসঙ্গে একাদশে ঠিকভাবে মানিয়ে নিতে পারবেন কি না। এই শঙ্কা উড়িয়ে দিয়ে এমবাপ্পে বলেন, ‘একই দলে দুইজন তারকা খেলোয়াড় এটা তো পত্রিকায় বিক্রি হয়। কিন্তু সত্যি বলতে, ভিনিসিয়ুসের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। এবার সেটা আরও ভালো হয়েছে, কারণ আমরা একে অপরকে এখন ভালোভাবে চিনি।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ব ব্যর্থতা দিবস আজ Oct 13, 2025
'আমরা শুধুই পাহাড় নয়, দেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই Oct 13, 2025
গণভোট নিয়ে কী করবে সরকার? Oct 13, 2025
নারীর নিরাপত্তায় শিবির ভিপি প্রার্থীর পরিকল্পনা! Oct 13, 2025
ভবিষ্যতের আলো নিভে যাচ্ছে রোয়াইলে Oct 13, 2025
সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের গুঞ্জন! Oct 13, 2025
যে কারণে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন এই প্রার্থী! Oct 13, 2025
জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা, বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন ঐশ্বরিয়া Oct 13, 2025
img
প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন Oct 13, 2025
img
চাকসু নির্বাচন নিয়ে কোন্দল, ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার Oct 13, 2025
img
সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ফেরত আনা হলো Oct 13, 2025
img
মাত্র ১৪ বছরে সহ-অধিনায়কের দায়িত্বে বৈভব Oct 13, 2025
img
খাইবার পাখতুনখোয়ার নতুন নির্বাচিত পিটিআই নেতা সোহাইল Oct 13, 2025
img
সেঞ্চুরি করে শাই হোপের আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান Oct 13, 2025
img
রাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে রাবির বেশির ভাগ প্রবেশপথ: ভিসি Oct 13, 2025
img
কোহলির আইপিএল ক্যারিয়ার ঘিরে জল্পনা Oct 13, 2025
img
টাঙ্গাইলকে ঢাকার অন্তর্ভুক্ত রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক বন্ধ Oct 13, 2025
img
রিপন মিয়ার পরিবারকে টিভি সাংবাদিক পরিচয়ে হেনস্থা! Oct 13, 2025
img
তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করায় সমালোচিত বর্ষীয়ান অভিনেতা Oct 13, 2025
img
শিক্ষার্থীরা কারো কাছে যাবে না : শিক্ষার্থী প্রতিনিধি Oct 13, 2025