রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে দুইটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ ও মতিহার হলে এই অভিযান চালায় পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন।
এ সময় দুই হলে পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। তাদেরকে সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের আবাসিক কার্ড পরীক্ষা করেন। এর মধ্যে যাদের কার্ড নাই তাদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, রোববার রাতে দুটি হলে যৌথ তল্লাশি চালানো হয়েছে। মতিহার হলে অভিযান চালিয়ে তিনজন ও বিজয়-২৪ হলে দুইজন অনাবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে। তারা সবাই সংশ্লিষ্ট হলেরই ছাত্র। তবুও আমরা নির্দেশনা দিয়েছি, সোমবারের মধ্যে হল ত্যাগ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল আচরণ করেছেন। পূর্বের অবস্থা থেকে এখন হল অনেক ভালো।
এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে গতকাল রোববার রাত থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্তত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটকগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ভোটগ্রহণের দিন ২ হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, রোববার দুপুরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানিয়েছেন, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাক ও ইউনিফর্ম মিলিয়ে প্রায় ২ হাজার পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন থাকবেন। এ ছাড়া, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও সার্বিক সহযোগিতায় থাকবে।
প্রসঙ্গত, রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এ পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছে রাকসু, সিনেট নির্বাচনে। হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৬০০ জন। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
এসএস/টিকে