আসন্ন ম্যাচে মিতুলের ওপর ভরসা কোচ ক্যাবরেরার

আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ। আগামীকাল হংকংয়ের বিপক্ষে না জিততে পারলে বাংলাদেশের ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্নের সমাধি ঘটবে। আজ হংকংকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ম্যাচ জয়ের আশাবাদই ব্যক্ত করেছেন।

ফুটবলে গোলরক্ষক পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে গত দুই ম্যাচেই গোলরক্ষকের পারফরম্যান্সে ভুগেছে। সিঙ্গাপুরের বিপক্ষে দুই গোল এবং হংকংয়ের ম্যাচের চার গোলের পেছনে ছোটখাটো ভুল ও দায় রয়েছে গোলরক্ষক মিতুল মারমার। তাই আজ সংবাদ সম্মেলনে গোলরক্ষক মিতুলের প্রসঙ্গ উঠেছিল। তবে কোচ হ্যাভিয়েরের কাছে এখন মিতুলই সেরা স্পষ্টভাবেই বলেছেন, 'পারফরম্যান্সের দিক থেকে মিতুল আমার মতে শীর্ষে। আপনি কোন দিক থেকে দেখছেন তার ওপর নির্ভর করে। সে খুবই নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে বল বিল্ড-আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। গোলপোস্টে সে সবসময় নিরাপদ। আমরা মিতুল মারমার পারফরম্যান্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।'

বাংলাদেশ যখন আলোচনায় গোলরক্ষকের পারফরম্যান্স তখন হংকংয়ের গোলরক্ষক ইনজুরিতে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও কোচ হ্যাভিয়ের বেশ সর্তকই, 'এমবুয়েলে তাদের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক। দুর্ভাগ্যজনকভাবে তিনি বড় ধরনের ইনজুরিতে পড়েছেন। আমরা তার জন্য শুভকামনা জানাই। তার জায়গায় আরেকজন বিকল্প খেলোয়াড় থাকবে, যার মানও ভালো।'

হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের একাদশ নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। বিশেষ করে জায়ান, সামিতদের প্রথমার্ধে না খেলানোকে অযৌক্তিক হিসেবে দেখছেন অনেকেই। একাদশ নিয়ে আজ প্রশ্ন হলে ক্যাবরেরা বলেন, 'ম্যাচের প্রথমার্ধে মূল একাদশ দারুণ খেলেছে। এরপর হংকং ম্যাচে ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়েছিল, যতক্ষণ না আমরা বিকল্প খেলোয়াড়দের মাঠে নামাই।

তাই আমি বলবো, মূল একাদশ এবং ৫৬-৫৭ মিনিটে নামা বিকল্প খেলোয়াড়রা সবাই খুব ভালো কাজ করেছে। তাই আগামীকালও একই রকম কিছু হবে—যেই খেলুক, যেই বিকল্প আসুক, তাদের ভূমিকা একই থাকবে।' ফুটবলারদের প্রতি তার বার্তা নিয়ে বলেন, 'আমরা খেলোয়াড়দের ওপর আরেকটি বিষয় জোর দিয়ে বলি—বিকল্প খেলোয়াড়দের গুরুত্ব। আমরা সবসময় চাই তারা মাঠে নেমে খেলার গতিপথ বদলাতে সাহায্য করুক, এবং সেদিন তারা সেটা খুব ভালোভাবে করেছে।'

বাংলাদেশ হংকংয়ে এসে মাঠ ও নানা বিড়ম্বনায় পড়েছে। এ নিয়ে গতকাল সোহেল রানা অভিযোগ করেছেন। কোচ আজকের সংবাদ সম্মেলনে এই বিষয়ে খানিকটা কৌশলী উত্তর দিয়েছেন,'যখনই আমরা বাইরে যাই, তখন ট্রেনিংয়ের জায়গাগুলো মোটামুটি ঠিকই ছিল। অবশ্যই সেরা ছিল না, পরিবেশও খুব ভালো ছিল না, কিন্তু আমাদের পরিকল্পিত অনুশীলনগুলো করার জন্য যথেষ্ট ছিল। আরও ভালো হতে পারতো, এতে কোনো সন্দেহ নেই। আমি হংকংয়ের সুযোগ-সুবিধার মান সম্পর্কে ঠিক জানি না। এগুলো গড়পড়তা ছিল বলা যায়, তবে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়।'

নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকলেও আগামীকাল তিন পয়েন্টের জন্যই নামছে বাংলাদেশ। সেটা বেশ দৃঢ় কণ্ঠে বলেন, 'একই লক্ষ্য নিয়ে মাঠে নামবো এবং জানি যে সামনে এগিয়ে যেতে হলে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। সিঙ্গাপুর বা ভারতের বিপক্ষে খেলায় আমরা সেই প্রবণতায় ছিলাম। আর গত ম্যাচের শেষটা সত্যিই কঠিন ছিল সামলানো। তবে আমরা খেলোয়াড়দের যেভাবে বার্তা দিয়েছি, সেটা খুব স্পষ্ট : যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে।'


আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র করা হবে : ত্রাণ উপদেষ্টা Oct 13, 2025
img
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ক্রিকেটারের Oct 13, 2025
আল্লাহর সান্নিধ্য পাওয়ার উপায় | ইসলামিক টিপস Oct 13, 2025
ছাত্রদল কি কারণে এগিয়ে Oct 13, 2025
img
কারামুক্ত ‘লগে আছি ডট কম’ এর এমডি Oct 13, 2025
img
যুদ্ধ শেষ হলেও আলোচনা শেষ হয়নি, মন্তব্য ট্রাম্পের Oct 13, 2025
বিশ্ববিদ্যালয়ে বাজেট শিক্ষার্থীদের কাছে আসে না: ভিপি সাদিক কায়েম Oct 13, 2025
ডিসেম্বরেই বিদেশিদের হাতে ৩ টার্মিনাল হস্তান্তর Oct 13, 2025
img
স্বর্ণের পর এবার রুপার দামে নতুন রেকর্ড, ভরি কত? Oct 13, 2025
img
হংকংকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিতে চান জামাল Oct 13, 2025
img
আমরা সরাসরি বিশ্বকাপে খেলব, সেই বিশ্বাস আছে: রিশাদ Oct 13, 2025
img
মেক্সিকোতে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৬৪ জনের, নিখোঁজ ৬৫ Oct 13, 2025
img
বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ প্রায় ৮০ ডলার Oct 13, 2025
img
মাঠেই হার্ট অ্যাটাক, বোলিং করার সময় প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার Oct 13, 2025
img
শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস Oct 13, 2025
img
হু হু করে বাড়ল সোনার দাম, ভরি প্রতি ২১৩৭১৯ টাকা! Oct 13, 2025
img
দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আজ বিপন্ন : মোহাম্মদ শাহজাহান Oct 13, 2025
img
গাজা যুদ্ধবিরতি সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রপতির সাক্ষাৎ Oct 13, 2025
img
দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট Oct 13, 2025
img
অনুশীলন শেষে ইয়ামালকে নিয়ে গেলেন নিকি Oct 13, 2025