মিশরে অনুষ্ঠিত গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কয়েকজন বিশ্বনেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্ট আব্বাস যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে ছিলেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি।
বৈঠককালে প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ এবং কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালদি উপস্থিত ছিলেন।
এমকে/এসএন