চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে একদলীয় শাসন কায়েম করেছে। দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আজ বিপন্ন। বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছে। জনগণের ভোটাধিকার রক্ষায় আমাদের আন্দোলন চলবে।’
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শাহজাহান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন, একমাত্র সেটিই জাতিকে একটি গণতান্ত্রিক, সুশাসিত ও জনগণের রাষ্ট্র উপহার দিতে পারে। এই ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের কাছে জবাবদিহিমূলক করা।’
তিনি আরো বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি বিগত সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই আন্দোলন আরো বেগবান করা হবে।’
আইকে/এসএন