রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম আশিক (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের উদীয়মান ক্রিকেটার।
গতকাল রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাসের ধাক্কায় নিহত হন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা একজন। নিহত আশিক চাঁদপুর শহরের ষোলঘর এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় আশিক তার এক খালাতো ভাইকে মোটরসাইকেলে নিয়ে বের হন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওপেনার হিসেবে খেলা এই তরুণ ক্রিকেটারকে নিয়ে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা, বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে সে।
এমকে/এসএন