বাংলা আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলার বাতাসে বইতে শুরু করেছে হিমশীতল ঠান্ডা হাওয়া, আর ভোরের আকাশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে যা জানিয়ে দিচ্ছে শীতের আগমন বার্তা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা ভোরের হিমেল পরিবেশকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছে। গত সপ্তাহজুড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে মঙ্গলবারের এই হঠাৎ তাপমাত্রা হ্রাসকে মৌসুমের পালাবদলের ইঙ্গিত হিসেবেই দেখছেন স্থানীয়রা।
সকালের দৃশ্য ছিল ভিন্নরকম আকাশে কুয়াশা, বাতাসে হালকা ঠান্ডা আর মানুষের মুখে গরম চায়ের কাপ। অনেকে হাঁটতে বের হয়েছেন, আবার কেউ চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। অনেক পরিবার ইতোমধ্যেই শিশু ও বয়স্কদের জন্য হালকা গরম কাপড় বের করে ফেলেছে।
এবি/টিকে