যশোরে ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মহিবুর রহমান রিমন চাঁদপুর রেলওয়ে পুলিশ স্টেশনে কর্মরত বলে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।
সংস্থার যশোর কার্যালয়ের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদরের মনোহরপুর এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় মহিবুর রহমান নামে ওই যাত্রীর ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, “গ্রেপ্তারের সময় মহিবুর জানিয়েছিলেন, তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে। পরে সোমবার বিকালে আদালতে রিমান্ড আবেদনকালে যশোর কোতয়ালি থানা পুলিশের কাছ থেকে জানা যায়, তিনি একজন পুলিশ সদস্য।
বিকালে আদালতের হাজতখানায় নেওয়ার সময় মহিবুর রহমান রিমন সাংবাদিকদের বলেন, তিনি পুলিশের সদস্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, তিনি বাদী হয়ে সোমবার মামলা করেছেন।
টিজে/টিকে