ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চান আনচেলত্তি

বিদেশী বংশোদ্ভূত কোনো কোচের অধীনে কোনো দেশ এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে কার্লো আনচেলত্তি বলেছেন ‘সবসময়ই প্রথম’ বলে একটি বিষয় থাকে এবং ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জনের জন্য তিনি প্রস্তুত আছেন।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার সময় ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ হয়েছিলেন এই ইতালীয় এবং তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের আগামী ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছেন।

গত সপ্তাহে সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে টোকিওতে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। আনচেলত্তি বলছেন তিনি নিজের এবং একইসঙ্গে ব্রাজিলের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্যস্থির করেছেন।



এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য। ব্রাজিল যাতে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করতে চাই এবং একসাথে বিশ্বকাপ জিততে চাই। অবশ্যই কোনো বিদেশী কোচের অধীনে কোনো দল এখনো পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেনি। কিন্তু জীবনে সবসময়ই প্রথম বলে একটি বিষয় আছে।’

লাতিন আমেরিকান বাছাইপর্বে টেবিলের পঞ্চম স্থানে থেকে বেশ কঠিন অবস্থায় বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনারে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়ায় তিতে সরে যাবার পর চতুর্থ কোচ হিসেবে ব্রাজিল জাতীয় দলে যোগ দিয়েছেন আনচেলত্তি। আনচেলত্তির অধীনে দক্ষিণ কোরিয়ায় ব্রাজিল দুর্দান্ত পারফরর্ম করেছে। ১৮ বছর বয়সী তরুণ তুর্কি এস্তেভাও করেছেন জোড়া গোল। স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

প্রীতি ম্যাচ হলেও দলের দারুণ এই জয়ে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু আনচেলত্তি বলেছেন তার দলের এর থেকেও বেশী দেওয়ার ক্ষমতা আছে, ‘সুন্দর ফুটবল খেলার যোগ্যতা ব্রাজিলিয়ান ফুটবলারদের রয়েছে। কিন্তু সুন্দর ফুটবল বলতে কি বোঝায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। ব্রাজিলের খেলোয়াড়দের ব্যক্তিগত গুণ রয়েছে। কিন্তু সবাই মিলে একটি টিমওয়ার্কের মাধ্যমে ফুটবল খেলতে হয় এবং ম্যাচে এগিয়ে যেতে হয়। যেকোনো মুভমেন্টে সকলের মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। ফুটবলে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

৩৩ বছর বয়সী অভিজ্ঞ তারকা নেইমারকে ছাড়াই এশিয়া সফরে এসেছে ব্রাজিল। ঊরুর ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন এই সুপারস্টার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমাণ করে দলে ফেরাই এখন রেকর্ড এই গোলদাতার সামনে মূল চ্যালেঞ্জ। আনচেলত্তি স্বীকার করেছেন নেইমারের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই, ‘নেইমার যদি শারীরিক ভাবে ফিট থাকে তবে অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। এতে কোনো সন্দেহ নেই। ফিট থাকলে বিশ্বের যেকোনো দলেই সে খেলতে পারে।’

আনচেলত্তি দায়িত্ব গ্রহণের পর ব্রাজিল পাঁচ ম্যাচের চারটিতেই কোনো গোল হজম করেনি। এর আগে অবশ্য ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে দারুণ সমালোচনা হয়েছিল। এ প্রসঙ্গে নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস বলছেন, ‘আনচেলত্তি ইতালিয়ান, সে দলকে প্রতিরোধ করার কৌশল ভালোই জানে। বিশেষ করে বিশ্বকাপের ইতিহাস বলে যে দল কোনো গোল হজম না করলে তারাই শিরোপা জিতে। সে কারণে নিজেদের প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ।’



এশিয়ান বাছাইপর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রথম দল হিসেবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান। এর আগে ১৩ বারের মোকাবিলায় তারা কখনোই ব্রাজিলকে পরাজিত করতে পারেনি। দলে বেশ কিছু ইনজুরি সমস্যাও রয়েছে। বিশেষ করে ব্রাইটন উইঙ্গার কাওরু মিতোমা ও লিভারপুল মিডিফিল্ডার ওয়াতারু এন্ডোর ইনজুরি দুঃশ্চিন্তায় ফেলেছে এশিয়ান পরাশক্তিদের।

কোচ হাজিমে মোরিইয়াসু বলছেন প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে সেটা আগামী বছর বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস যোগাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জিততে চাই এবং একটি দল হিসেবে সব ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। যা আমরা কালকের ম্যাচে কাজে লাগাতে চাই।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রূপনগরে আগুনে ৯ জন নিহত Oct 14, 2025
img
রাকসু নির্বাচনের প্রচারণা শেষ, ভোট বৃহস্পতিবার Oct 14, 2025
img
পিকে হালদারের সহযোগী তাজবীর হাসানের জামিন Oct 14, 2025
img
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১১৫১ জন Oct 14, 2025
img
রূপনগরে আগুনের ঘটনায় জাতীয় বার্নে দুজন ভর্তি Oct 14, 2025
img
২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংলাপে বসবে ইসি Oct 14, 2025
img
দুর্নীতিবাজরা সেফ এক্সিটের কথা ভাববে: ধর্ম উপদেষ্টা Oct 14, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৭ দাবিতে জাগপার মানববন্ধন Oct 14, 2025
img
কাঞ্চন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি: শাবনূর Oct 14, 2025
img
এখনো নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন, কাজ করছে ১১ ইউনিট Oct 14, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায় Oct 14, 2025
img
বাইরের ইন্ধন না থাকলে চাকসু ভোট নিয়ে হুমকি নেই : র‍্যাব Oct 14, 2025
img
সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: সারজিস Oct 14, 2025
img
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা Oct 14, 2025
img
আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী Oct 14, 2025
img
বাজারে সরবরাহ নিশ্চিতে ১৫ হাজার টন আখের চিনি কিনবে সরকার Oct 14, 2025
img
শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে দেশকে ভালো করা সম্ভব নয় : দুদক চেয়ারম্যান Oct 14, 2025
img
পদ্মা সেতুর জাজিরা অংশে সড়ক অবরোধ Oct 14, 2025
বিগ বস ১৯-এর মঞ্চে অরিজিৎ-সালমান সম্পর্কের নতুন অধ্যায় Oct 14, 2025
'জয় পরাজয় মেনে নেয়ার মানসিকতা রয়েছে' শিবিরের ভিপি প্রার্থী জাহিদ Oct 14, 2025