আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল এবারও মাঠে ফেভারিট হিসেবেই নামছে।
ম্যাচে শুরু থেকেই একাদশে দেখা যেতে পারে মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে, যিনি সাম্প্রতিক সময়ে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ম্যাচের আগে গুইমারেস বলেন, জাতীয় দলের হয়ে এটাই আমার সেরা সময়গুলোর একটি। এই চক্রে অনেক উত্থান-পতন ছিল, কিন্তু আমরা এখন আরও শক্তিশালী। কোচ আমার ওপর অনেক আস্থা রেখেছেন, আর আমি দলে নিজের অবস্থান মজবুত করতে চাই।
তিনি আরও যোগ করেন, জাপানে ফিরতে পেরে ভালো লাগছে, এখানেই তো আমরা অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলাম। জাপানকে ভালোভাবে বিশ্লেষণ করেছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে আমাদের পারফরম্যান্স।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করেননি। দলের মধ্যে রোটেশন পদ্ধতি অনুসরণের কারণে নতুন মুখ দেখা যেতে পারে এই ম্যাচেও। গুইমারেস বলেন, বিশ্বকাপ সামনে, কোচের নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার ইচ্ছা স্বাভাবিক। বিশ্বকাপ শুধু প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াডের ব্যাপার।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী ব্রাজিল আজ জাপানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে।
এবি/টিকে