টানা দুই হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। অর্থাৎ আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।
এই ম্যাচে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমত শাহকে ছাড়াই খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি।
টস শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, যা নিয়ে আমরা হতাশ ছিলাম। একটি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সবাই এ বিষয়ে একমত হয়েছে। আমি আশা করি, আমরা এই ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। এই উইকেটে ২০০ রানের কাছাকাছি যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। রাতে বলটা একটু স্কিড করে, তাই টপ অর্ডারে আমাদের ভালো জুটি গড়া খুব জরুরি। আজ আমাদের দলে চারটি পরিবর্তন রয়েছে। ’
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফর, নাঙ্গেয়ালিয়া খারোটে এবং বিলাল সামি।
আইকে/এসএন