কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তার আগেই জানা গেল, ছবিটিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর ও শরিফুল রাজ।
এখন চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। কাস্টিং নিয়ে আগেই সংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও একাধিক গণমাধ্যম বলছে চঞ্চল, সাবিলা, রাজ থাকছেন এ ছবিতে। থাকবে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের ছবিটির শুটিং হবে, একটি বড় অংশজুড়ে থাকবে ট্রেন জার্নি।
২০২৬ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএন