কোরআন 'অবমাননার' অভিযোগে গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। তিনি আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।
তবে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তিনি আদালতকে বলেছেন, মাঝে মাঝে তার ‘ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়’।
কোরআন তেলাওয়াত করে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
শুনানিতে তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তরর্তীকালী সরকার যখন নির্বাচনের দিকে হাঁটছে, তখন দেশি-বিদেশি, প্রতিবেশী রাষ্ট্রের একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এটা সেটার অংশ।আমাদের ধর্ম প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূশীল। দুর্গাপূজাকে সামনে রেখে ন্যাক্কারজনক কাজ করে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের আইনশৃঙ্খলার অবনতি করার জন্য, দেশে দাঙ্গা বাঁধানোর জন্য এ কাজ করেছে। যা অন্য কোনো ধর্মের লোক সাহস পাবে না।’
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ‘এ আসামি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে। তার সঙ্গে ষড়যন্ত্রকারী কারা? কারা কারা তাকে শেল্টার দিয়ে যাচ্ছে? প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা জড়িত কি না? এসব জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।’
শুনানিতে অপূর্ব পালের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামির কিছু বলার আছে কী না জানতে চায় আদালত।
তখন অপূর্ব পাল আদালতকে বলেন, ‘আমার পেছনে কেউ নাই। যখন এ ঘটনা ঘটেছে, তখনকার কিছু আমার মনে নাই। এই রকম সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। আমি মাঝে মাঝে ভুলে যাই। একদিন মসজিদে ঢুকার পর মিম্বারে জুতা রেখেছিলাম। মুয়াজ্জিন আমাকে জুতা রাখার কথা জিজ্ঞাস করেছে। কিন্তু আমার মনে নাই। মাঝে মাঝে আমি ভুলে যাই।’
এরপর রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী হারুন অর রশীদ আদালতকে বলেন, ‘আমাদের দেশের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিতে এ ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে বড় কোনো গ্যাং জড়িত। তার সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি।’
গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানির জন্য এদিন ঠিক করেন।
এসএন